Bidhannagar Mela 2024: 'কেন বেসরকারি সংস্থাকে দায়িত্ব?' বিধাননগর মেলা নিয়ে সরব খোদ পুরসভার চেয়ারম্যান
Sabyasachi Dutta: বেসরকারি সংস্থার হাতে মেলার দায়িত্ব দেওয়ায় আক্রমণে পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অনৈতিক কাজের অভিযোগে এবার পুরসভার বিরুদ্ধেই সরব খোদ চেয়ারম্যান। বিধাননগর মেলার উদ্বোধনে গরহাজির ছিলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আর বিধাননগর মেলা নিয়ে পুরসভাকেই আক্রমণ করলেন তিনি। বেসরকারি সংস্থার হাতে মেলার দায়িত্ব দেওয়ায় আক্রমণে চেয়ারম্যান।
শুরু হয়েছে বিধাননগর মেলা। কিন্তু সেই উৎসবের শুরুতেই গরহাজির বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। কিন্তু কেন? চেয়ারম্যান জানালেন,"গতকাল থেকে বিধাননগর মেলা-উৎসব শুরু হয়েছে। এটা পুরনিগমের মেলা। সরকারিভাবে এটা করার আমাদের অনুমতি আছে। সেই মেলাটা বেসরকারি হাতে চলে গিয়েছে। আমার মনে হয়েছে এতে বেশ কিছু আইনি জটিলতা আছে। সেই আইনি জটিলতাতে আমি পার্টি হতে রাজি নই বলে আমি অনুপস্থিত ছিলাম। গতবছর পর্যন্ত পুরনিগম করেছিল। গতবারই এটা একটা আওয়াজ উঠেছিল। সেই সময় বোর্ড মিটিংয়ে পুর প্রতিনিধিরা বলেছিলেন এটা সরকারি মেলা, এভাবে হয় না।''
বিধাননগর মেলা সব্যসাচী দত্তের দাবি, পুরমন্ত্রীর আপত্তি সত্ত্বেও কেন বেসরকারি সংস্থাকে মেলার দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ১ টাকার বিনিময়ে পুরসভাকে জমি দিয়েছে নগরোন্নয়ন দফতর। তাঁর আরও দাবি, আমরা আউটসোর্শিং করে দিলে প্রতিদিন ৫০ হাজার লোকসান। আইনত এটা ঠিক হয়নি বলে দাবি তাঁর। চেয়ারম্যান বলেন, "প্রাঙ্গন তো আর্বেন ডেভলপমেন্টের। যা মেলা করতে চাইবে সেখানে আবেদন করবে। আমাদের কাছে কেন। আমরা, পুরনিগম আর্বেন ডেভলপমেন্টের কাছে আবেদন করছি যে মেলা করব। এক টাকার বিনিময়ে আমাদের জমি দিচ্ছে। প্রচুর টাকা লোকসান হচ্ছে। আমি নিলাম সেটা আউটসোর্স করে দিলাম এটা হয় না। তাহলে তৎকালীন যাঁরা করত তাঁদের তো প্রাধান্য তো দিতে হবে। আমার মনে হয়, মেয়র ইন কাউন্সিল এটা পাস হতে হবে। তারপর সেটা বোর্ড মিটিংয়েও আসতে হবে। নির্দিষ্ট অ্যাজেন্ডা হয়ে আসার কথা। কেন করব, কী কারণে করব। আমার মনে হয়েছে এই আইনি জটিলতায় জড়াব না। পুরমন্ত্রী বলছেন পুরনিগম করবে মেলা।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Road Repair Controversy: হাত দিলেই উঠছে পিচের চাঙড়, রাস্তা তৈরির মাঝেই চাঞ্চল্যকর অভিযোগ হুগলিতে