Naseem Shah Hospitalized: পাকিস্তান-ইংল্যান্ডের পঞ্চম ম্যাচের পরেই হাসপাতালে ভর্তি হলেন নাসিম শাহ
Naseem Shah: ইংল্যান্ডের বিরদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচ বাদে বাকি ম্যাচগুলিতে পাকিস্তানের হয়ে মাঠেই নামেননি তরুণ ফাস্ট বোলার নাসিম শাহ।
রাওয়ালপিন্ডি: বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান (PAK vs ENG)। সেই সিরিজেরই পঞ্চম ম্যাচের পর তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল নাসিম শাহকে (Naseem Shah)। নিউমোনিয়া (Pneumonia) আক্রান্ত হয়ে গতকাল রাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন নাসিম। পাকিস্তান বোর্ড সূত্রে খবর, তাঁকে গোটা রাত হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
রাতে হাসপাতালে নাসিম
এশিয়া কাপে পাকিস্তানের হয়ে বল হাতে সকলেরই নজর কেড়েছিলেন তরুণ ফাস্ট বোলার নাসিম শাহ। তবে চলতি ইংল্যান্ড-পাক সিরিজের পঞ্চম ম্যাচে পাকিস্তান দলে সুযোগ পাননি নাসিম। পরিবর্তে তাঁকে হাসপাতালেই রাত কাটাতে হল। পাকিস্তান ক্রিকেট দলের মেডিক্যাল টিম নাসিম শাহের পরিস্থিতির ওপর নজর রাখছে। সিরিজের বাকি ম্যাচে নাসিম আদৌ খেলতে পারবেন কি না, তা মেডিক্যাল দলের রিপোর্টের ভিত্তিতেই ঠিক করা হবে। নাসিমের পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি না হলে তিনি যে আর এই সিরিজের বাকি ম্যাচে খেলতে পারবেন না, তা একপ্রকার নিশ্চিত।
পরের মাসের সাত তারিখ থেকে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন বাবর আজমরা। সেই সিরিজেও নাসিমের খেলা নিয়ে বড় রকমের প্রশ্নচিহ্ন উঠে গেল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক সিরিজ খেলে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেবে পাকিস্তান। এরপরেই শুরু হবে বিশ্বকাপ। তাই এই সিরিজে না খেলার অর্থ, ম্যাচ প্র্যাক্টিস ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে হতে পারে নাসিমকে। ৩ অক্টোবর পাকিস্তান নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। সেখানে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ খেলবে। ১৪ অক্টোবর এই সিরিজের ফাইনাল।
এগিয়ে পাকিস্তান
বিশ্বকাপে ২৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। তার আগে অবশ্য ইংল্যান্ড এবং আফগানিস্তানের বিরুদ্ধে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। প্রসঙ্গত, চলতি সিরিজের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডকে ছয় রানে পরাজিত করে পাকিস্তান। রিজওয়ানের ৬৩ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ১৪৫ রান তোলে। জবাবে ইংল্যান্ডের হয়ে মঈন আলি ৫১ রান করলেও, ইংল্যান্ড ১৩৯ রানের বেশি করতে পারেনি। সাত ম্যাচের সিরিজে পাকিস্তান আপাতত ৩-২ এগিয়ে রয়েছে। কাল, শুক্রবার ও রবিবার (২ অক্টোবর) সিরিজের শেষ, দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে এই দুই দল। সেই ম্যাচগুলিতে ইংল্যান্ড দলে চোট সারিয়ে ফিরতে পারেন জস বাটলার।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরান করে জোড়া রেকর্ড ভাঙলেন সূর্যকুমার