এক্সপ্লোর
Advertisement
ইংল্যান্ডের ক্রিকেটারের পর এবার কোহলিকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিলেন এই পাকিস্তানি!
নয়াদিল্লি: বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাব দেওয়া এখন কার্যত প্রতিদিনের ঘটনা হয়ে গিয়েছে। বছর খানেক আগেই বিরাটকে বিয়ের প্রস্তাব দেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের সদস্য ড্যানিয়েল ওয়াট। কিন্তু এবার বিরাটকে এক পুরুষ পাকিস্তানি পুলিশকর্মী বিয়ের প্রস্তাব দিয়ে সকলকে চমকে দিলেন।
সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান বনাম বিশ্ব একাদশের টি ২০ সিরিজে স্টেডিয়ামে ব্যানার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পাকিস্তানের এই পুলিশকর্মীকে। সেই ব্যানারে স্পষ্ট ভাষায় লেখা ছিল 'কোহলি ম্যারি মি'। স্বাভাবিক ভাবেই একজন পুরুষের থেকে বিরাটকে এধরনের বিয়ের প্রস্তাব দেওয়া দেখে সকলেই তাজ্জব হয়ে যান। তাই পোস্টটি ভাইরাল হতেও তেমন সময় নেয়নি।
প্রসঙ্গত, পাকিস্তানেও কোহলির বিশাল সংখ্যক ভক্ত রয়েছেন। তাঁরা কার্যত হতাশ হয়ে পড়েছিলেন যখন সম্প্রতি সেদেশে অনুষ্ঠিত হওয়া পাকিস্তান বনাম বিশ্ব একাদশের স্কোয়াডে কোহলি এবং ধোনিকে দেখা যায়নি। রাজনৈতিক অস্থিরতাকে দূরে সরিয়ে রেখে হালে ভারত পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে রাজি হয়েছে। তবে সেটা আদও বাস্তবে হবে কিনা, সেটা ভবিষ্যতই বলে দেবে।Damn This Is Hilarious ???????? A Pakistani Police in Lahore during Pakistan vs World XI Cricket Match holding a Banner * Kohli Marry Me * ???????????????? pic.twitter.com/XJSbdahHk7
— Shehryar Khan (@Pathan_007_) September 15, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement