এক্সপ্লোর
Advertisement
দেখুন: দুহাতেই গতির তুফান তুলতে পারেন এই পাকিস্তানি বোলার
লাহৌর: বাবা শাকশব্জির বিক্রেতা। ছেলে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলতে চান। বাঁহাত, ডানহাত-উভয় হাতেই জোরে বল করতে পারেন ২১ বছরের ওই তরুণ ইয়াসির জান। তাঁর এই অনন্য প্রতিভা ইতিমধ্যেই পাকিস্তানে শোরগোল ফেলেছে।
ইয়াসির ডানহাতে ঘন্টায় প্রায় ১৪৫ কিমি এবং বাঁহাতে ১৩৫ কিমি গতিতে বোলিং করতে পারেন তিনি।
পাকিস্তানে তো ক্রিকেট প্রতিভার অভাব কোনওকালেই ছিল না। সেইসঙ্গে রিভার্স সুইপ, রিভার্স সুইংয়ের উদ্ভবও এই পাকিস্তানেই। কিন্তু ইয়াসির তার অসাধারণ দক্ষতায় ইতিমধ্যেই দেশের ক্রিকেট মহলের নজর কেড়েছেন।
পাকিস্তান সুপার লিগ-এর দল লাহৌর কালান্দার ইতিমধ্যেই ১০ বছরের চুক্তি করে ফেলেছে ইয়াসিরের সঙ্গে।
কোচ মহম্মদ সালমন বলছেন, ইয়াসিরের মধ্যে দারুন প্রতিভা রয়েছে। ওই ভবিষ্যত্ সম্ভাবনাও খুব উজ্জ্বল।
হাত বদল করে বোলিং করতে পারলে কোনও বোলার ডেলিভারিতে অনেক বেশি অ্যাঙ্গেল তৈরি করতে পারেন। সেইসঙ্গে ব্যাটসম্যান কোন হাতে খেলেন, তা দেখে নিয়ে সুবিধা অনুয়ায়ী কোনও একটি হাতে বোলিং করার সুযোগও থাকছে।
পাক দলের প্রাক্তন ব্যাটসম্যান সালমন বলেছেন, এটা একটা বাড়তি সুবিধা। এ ধরনের বোলাররা কোনও দলের অধিনায়কের কাছে সম্পদ। কারণ, একটা ওভারে কোনও বোলারকে নির্দিষ্ট কোনও হাতে বল করতে হবে, এমন নিয়ম নেই।
জানের প্রতিভার ঝলক দেখা যায় রওয়ালপিন্ডির একটি অনুর্দ্ধ ১৯ ম্যাচে। বিপক্ষ দল তখন ব্যাটিং করছে। জয় তাদের প্রায় হাতের মুঠোয়। সেই সময় অধিনায়ক তাঁকে বাঁহাতে বল করতে বলেন। দলের হয়ে ডানহাতে বোলিং ওপেন করেছিলেন তিনি। কিন্তু অধিনায়কের নির্দেশে বাঁহাতে বোলিং করে বিপক্ষকে গুঁড়িয়ে দেন তিনি।
ইয়াসিরের কোচ ওই ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, সব কোচকেই ও চমকে দিয়েছিল।
এরপর লাহৌর কালান্দার হয়ে প্রতিভা অণ্বেষনের সময় প্রাক্তন পাক তারকা বোলার আকিব জাভেদের নজরে পড়েন ইয়াসির।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement