এক্সপ্লোর
Advertisement
ফের উপেক্ষিত রোহিত, প্রত্যাবর্তন শামির, প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন ঋষভ পন্থ
লিডস: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রথম তিনটি টেস্ট ম্যাচের জন্য ঘোষিত ১৮-জনের ভারতীয় দলে চমক। বেশ কিছুদিন পরে টেস্ট দলে ফিরলেন বাংলার পেসার মহম্মদ শামি। প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন দিল্লির তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে ফের উপেক্ষিত হলেন তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। আইপিএল-এর সময় চোট পাওয়া বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহাও দলে নেই। দুই উইকেটকিপার দীনেশ কার্তিক ও ঋষভ।
১ অগাস্ট থেকে এজবাস্টনে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। তার আগে ভারতীয় দল এসেক্সের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। গতকাল তৃতীয় একদিনের ম্যাচে কোমরে চোট পাওয়ায় টেস্ট সিরিজে পেসার ভুবনেশ্বর কুমার খেলতে পারবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়নি ভুবনেশ্বরকে। একদিনের সিরিজে খেলতে না পারলেও, অপর এক পেসার জসপ্রীত বুমরাহ অবশ্য দ্বিতীয় টেস্ট থেকেই খেলতে পারবেন বলে জানা গিয়েছে। ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, লোকেশ রাহুল, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), করুণ নায়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, হার্দিক পাণ্ড্য, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ ও শার্দুল ঠাকুর।TEAM NEWS: #TeamIndia for the first three Tests against England announced #ENGvIND. Bhuvneshwar Kumar aggravated a lower back condition in the 3rd ODI. His condition is being assessed & a call on his inclusion in the Test squad will be made soon. pic.twitter.com/lhlF65VRUP
— BCCI (@BCCI) July 18, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement