এক্সপ্লোর
Advertisement
অনুশীলনে মারকাটারি ব্যাটিং ঋসভ পন্তের, চোট নেট বোলারের
কলম্বো: ত্রিদেশীয় টি ২০ নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে ভারত। প্রথম দলের একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। বিরাট কোহলি-মহেন্দ্র সিংহ ধোনিদের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দররা। ত্রিদেশীয় সিরিজে নতুন কিছু করার লক্ষ্য এই তরুণ ভারতীয় দলের। অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতির কারণে এই তরুণ ভারতীয় দলকে চাপে ফেলার কৌশল শ্রীলঙ্কা নিশ্চয় নিয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা এতশত কিছুই ভাবছেন না। তাঁরা মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যই সামনে রেখেছেন।
দলের যে সব তরুণ ক্রিকেটাররা রয়েছেন, তাঁদের মধ্যে যাঁরা সবার নজরে রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম ঋসভ পন্ত। ধোনির জায়গায় তাঁকে দলে দীনেশ কার্তিকের সঙ্গে উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামার আগে অনুশীলনে তাঁর পাওয়ার হিটিং নিঃসন্দেহে চিন্তা বাড়াবে বিপক্ষ দলের। ম্যাচের আগের দিন নেটে মারকাটারি ব্যাটিং করতে দেখা গেল ঋসভকে। তাঁর ব্যাটিংয়ে নেটে বোলিং করতে আসা শ্রীলঙ্কার এক বোলার চোটও পেলেন।
ঋসভ একটা স্ট্রেট শট খেলেন। বল গিয়ে লাগে বোলারের মুখে। শটে এতে জোর ছিল যে বোলারের কোনওভাবেই নিজেকে সরাতে পারেননি। তাঁর ঠোঁট ফেটে রক্ত বেরোতে দেখা যায়। এই ঘটনায় ভারতীয় দলের অনুশীলন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
এই ঘটনার খবর শীঘ্রই শ্রীলঙ্কার কর্তৃপক্ষকে দেওয়া হয়। বেসরকারি গাড়িতে জখম বোলারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আট মাস পর ভারতীয় দলে জায়গা পেয়েছেন ঋসভ। তিনি টুর্নামেন্টে প্রথম এগারোয় থাকবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, অভিজ্ঞ দীনেশ কার্তিককেই খেলতে দেখা যেতে পারে।
বাঁহাতি ব্যাটসম্যান ঋসভ গত মরশুমে দুরন্ত পারফর্ম করেছেন। দিল্লির এই তারকা ক্রিকেটার সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে চেনা ফর্মেই ছিলেন। ওই টুর্নামেন্টে ৩১ বলে ১০০ রান করে শিরোণামে এসেছিলেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement