Paris Masters 2021: কিংবদন্তি সাম্প্রাসকে টেক্কা, প্যারিস মাস্টার্সের ফাইনালে পৌঁছে রেকর্ড জকোভিচের
Paris Masters 2021: প্য়ারিস মাস্টার্সের ফাইনালে উঠতেই এই নজির গড়েন সার্বিয়ান টেনিস তারকা। হুবার্ট হুরকাজকে হারিয়ে তিনি চলে গেলেন প্যারিস মাস্টার্সের ফাইনালে। ফলে শীর্ষে থেকেই মরসুম শেষ করছেন।
প্যারিস: ফের রেকর্ড গড়লেন নোভাক জকোভিচ। চলতি মরসুমটি তিনি বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থেকেই শেষ করবেন। এই নিয়ে নিজের কেরিয়ারে ৭ মরসুম শীর্ষে থেকে শেষ করলেন জোকার। টপকে গেলেন কিংবদন্তি পিট সাম্প্রাসকে। উল্লেখ্য সাম্প্রাস ১৯৯৩-৯৮ টানা ৬ বছর বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থেকে মরসুম শেষ করেছিলেন। প্রসঙ্গত ২০১১,২০১২,২০১৪,২০১৫,২০১৮,২০২০ এবং ২০২১ এই সাত বছর তিনি গোটা মরশুম এক নম্বরে থেকে মরসুম শেষ করলেন জোকার।
চলতি বছরের ইউ এস ওপেনের ফাইনালে অঘটন ঘটেছিল। নোভাক জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ড্যানিল মেদেভেদেভ। ইতিহাস গড়া হয়নি বিশ্বের ১ নম্বর টেনিস তারকার। স্ট্রেট সেটে মেদেভেদেভ হারিয়ে দিলেন জোকারকে। খেলার ফল মেদভেদেভর পক্ষে ৬-৪, ৬-৪, ৬-৪। একই সঙ্গে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতে নিলেন রাশিয়ার টেনিস তারকা।
ইউ এস ওপেন ফাইনালে যে কঠিন লড়াই হবে, তা নিশ্চিত ছিল। আর্থার অ্যাশ কোর্টে প্রায় ২ ঘণ্টা ১৬ মিনিটের লড়াই হয়েছিল। সেদিন খেলার প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মেদভেদেভ। বিশ্বের এক নম্বর জোকার ও বিশ্বের ২ নম্বর মেদভেদেভের লড়াই দেখার জন্য গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন একাধিক তারকা ব্যক্তিত্ব। ম্যাচের প্রথম সেটে ৬-৪ ব্যবধানে এগিয়ে যান রাশিয়ার টেনিস তারকা। এরপর বাকি ২ সেটেও একইভাবে বারবার সার্ভ, ব্যাকহ্যান্ড ও ফোরহ্যান্ডে তাক লাগালেন প্রতিপক্ষকে মেদভেদেভ।