Paris Olympis 2024: সোনা জয়ের লক্ষ্যে নীরজ, ব্রোঞ্জের লড়াই হরমনপ্রীতদের, এক নজরে অলিম্পিক্সে আজ ভারতের সূচি
Paris Olympics: কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ইভেন্টের রাউন্ড অফ ১৬-এ আমন খেলতে নামবেন। দুপুর ৩ টায় খেলা শুরু।
প্যারিস: অলিম্পিক্সে এখনও পর্যন্ত তিনটি পদকই এসেছে ভারতের ঝুলিতে। আর তিনটিই শ্যুটিংয়ে এসেছে। কিন্তু আজ ভারতের ঝুলিতে আরও দুটো পদক আসতে পারে। সোনা জয়ের লক্ষ্যে নামবেন টোকিও অলিম্পিক্সের সােনাজয়ী নীরজ চোপড়া। অন্যদিকে ভারতীয় হকি দলও খেলতে নামবে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে। এছাড়াও কুস্তিতে লড়াই রয়েছে। দেখে নেওয়া যাক আজকের ভারতের অলিম্পিক্স সূচি -
আজ অ্যাথলেটিক্সের গল্ফ ইভেন্টে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে স্ট্রোক প্লে রাউন্ড ২ এর খেলায় অদিতি অশোক ও দিকশা ডাগর খেলতে নামবেন। দুপুর ১২.৩০ এ শুরু হবে এই খেলা।
মহিলাদের ১০০ মিটার হার্ডল রেপেশা রাউন্ডে জ্যোতি ইয়ারাজ্জি খেলতে নামবেন। খেলা শুরু হবে দুপুর ২.০৫ এ।
কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ইভেন্টের রাউন্ড অফ ১৬-এ আমন খেলতে নামবেন। দুপুর ৩ টায় খেলা শুরু। একই সময় খেলা হবে মহিলাদের ফ্রি স্টাইল ৫৭ কেজি বিভাগের রাউন্ড অফ ১৬-র খেলায়। নামবেন অংশু। কোয়ার্টার ফাইনালে উঠলে বিকেল ৪.৩০ এ খেলতে নামবে শেষ আটের লড়াই আমন। অংশুও কোয়ার্টারে জায়গা পাকা করলে তাঁর খেলাও হবে বিকেল ৪.৩০এ। আমন সেমিতে জায়গা করে নিলে সেই খেলা শুরু হবে রাত ৯.৪৫ এ। অংশু সেমিতে জায়গা করে নিলে ১০.২৫ এ নামবেন শেষ চারের খেলায়।
হকিতে ভারতের ব্রোঞ্জ জয়ের লড়াই। স্পেনের বিরুদ্ধে বিকেল ৫.৩০ এ খেলতে নামবেন হরমনপ্রীতরা।
এদিকে, আজ গোটা ভারতবাসীর নজর থাকবে বিনেশ ফোগতের করা কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টসে করা আবেদনের দিকে। প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) থেকেই বাতিল হয়ে যান। তবে লড়াই ছাড়ছেন না ভারতের এই লড়াকু কুস্তিগীর। IOC-র সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে CAS-র দ্বারস্থ হলেন এবার। সোনা না হলেও অন্তত রুপো নিয়ে ঘরে ফিরুন বিনেশ ফোগত (Vinesh Phogat)। এমনটাই চাইছেন সবাই। আজ সকালে ১১.৩০টায় সিএএসের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হবে। তখনই জানা যাবে যে বিনেশের আবেদন মানা হবে কি না।
ভারতীয় অলিম্পিক্স অ্যাসেসিয়েশনের সভাপতি পিটি ঊষা বলেন, 'আমি কিছুক্ষণ আগেই বিনেশের সঙ্গে অলিম্পক্সের ক্লিনিকে দেখা করি। ওকে অলিম্পিক্স অ্যাসোসিয়েশন, ভারত সরকার তথা গোটা দেশ যে ওর পাশে রয়েছে, সেটা জানাই। ওকে প্রয়োজনীয় সবরকম মানসিক ও শারীরিক সাপোর্ট আমরা দিচ্ছি।