Praveen Kumar Gold: শারীরিক বাধাও তুচ্ছ, দুরন্ত লাফে প্যারিসে সোনা জিতলেন প্রবীণ কুমার
Paris Paralympics: পুরুষদের হাই জাম্পে টি সিক্সটি ফোর ইভেন্টে নেমেছিলেন ভারতীয় অ্যাথলিট। সেখানেই সোনা জিতলেন। সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পোডিয়ামের শীর্ষস্থান ছিনিয়ে নিলেন।
প্যারিস: প্যারালিম্পিক্সে ফের গর্বের মুহূর্ত উপহার পেল গোটা দেশ। পুরুষদের হাই জাম্পে সোনা জিতলেন ভারতের প্রবীণ কুমার (Praveen Kumar)। দুরন্ত লাফে শুধু সোনাই জিতলেন না প্রবীণ, গড়লেন এশিয়ান রেকর্ডও।
পুরুষদের হাই জাম্পে টি সিক্সটি ফোর ইভেন্টে নেমেছিলেন ভারতীয় অ্যাথলিট। সেখানেই সোনা জিতলেন। সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পোডিয়ামের শীর্ষস্থান ছিনিয়ে নিলেন।
Praveen Kumar clinches gold 🥇 at #Paris2024 with his season's best jump of 2.08 m 🤯
— JioCinema (@JioCinema) September 6, 2024
Catch him LIVE NOW on #JioCinema 👈#ParalympicsOnJioCinema #JioCinemaSports #ParalympicsParis2024 #Paralympics pic.twitter.com/rVGxIbgZ0q
ফাইনালে ২.০৮ মিটার লাফান প্রবীণ। যেটা তাঁর ব্যক্তিগত সেরা তো বটেই, এশিয়ান রেকর্ডও। এশিয়ার কোনও প্যারা অ্যাথলিট এতটা লাফ দিতে পারেননি।
প্রবীণের বাড়ি নয়ডায়। ২১ বছরের অ্যাথলিটের একটি পা জন্ম থেকেই স্বাভাবিক নয়। খাট। যদিও প্যারিসে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অবিশ্বাস্য লাফ তরুণ প্রবীণের।
২.০৬ মিটার লাফিয়ে এই বিভাগে রুপো জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেরেক লকসিডেন্ট। উজবেকিস্তানের তেমুরবেক গিয়াজভ ২.০৩ মিটার লাফিয়ে তৃতীয় হন। তিনিও ব্যক্তিগত সর্বোচ্চ লাফ দিয়েছেন।
টি ৬৪ হল এমন একটি বিভাগ, যেখানে অংশ নেন একটি পা খাট মাপের থাকা বা একটি বা দুটি পাই হাঁটু পর্যন্ত থাকা অ্যাথলিটরা।
🇮🇳🥇 GOLD NO. 6! Congratulations to Praveen Kumar on securing his second medal at the Paralympics.#Tokyo2020 🥈#Paris2024 🥇
— The Bharat Army (@thebharatarmy) September 6, 2024
📷 Pics belong to the respective owners • #PraveenKumar #Athletics #ParaAthletics #Paris2024 #Paralympics #TeamIndia #BharatArmy #COTI🇮🇳 pic.twitter.com/AVHMaBYQP5
প্যারিস প্যারালিম্পিক্সে এটা ভারতের ষষ্ঠ স্বর্ণ পদক। এমনিতেই প্যারিস প্যারালিম্পিক্সে রেকর্ড সংখ্যক পদক জিতেছে ভারত। সেই পদক তালিকাই আরও দীর্ঘায়িত হল প্রবীণের সোনার ছটায়।
Another Gold for India 🥳
— Doordarshan Sports (@ddsportschannel) September 6, 2024
Praveen Kumar soars to incredible heights, clinching the Gold Medal in the Men's High Jump T64 at #Paralympics2024! 🥇👏#Paris2024 #Cheer4Bharat #Paralympics2024@mansukhmandviya @IndiaSports @MIB_India @PIB_India @DDNewslive @ParalympicIndia… pic.twitter.com/szYTJMY4Kv
আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা