এক্সপ্লোর
Advertisement
সিরিজের সম্ভাবনা নিয়ে ১৭ ডিসেম্বর বিসিসিআই-পিসিবি বৈঠক
করাচি: দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার সম্ভাবনা নিয়ে ১৭ ডিসেম্বর বৈঠকে বসছেন বিসিসিআই ও পিসিবি কর্তারা। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের ফাঁকে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের এই বৈঠক হবে বলে পিসিবি সূত্রে জানা গিয়েছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান। তাঁর সঙ্গে কলম্বো যাবেন পাক ক্রিকেট বোর্ডের দুই প্রথমসারির কর্তা নজম শেঠি ও সুভান আহমেদ। তাঁরা বিসিসিআই-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। কেপটাউনে আইসিসি এগজিকিউটিভ বোর্ডের বৈঠকে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের সঙ্গে নজম শেঠির বৈঠক হয়েছিল। সেই বৈঠকে অনুরাগ স্পষ্ট বলেছিলেন, সরকার অনুমতি না দিলে ভারতের পক্ষে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক, ত্রিদেশীয় বা চতুর্দেশীয় সিরিজ খেলা সম্ভব নয়। নজম শেঠি তখন বলেন, ভারতে বা নিরপেক্ষ দেশে বহুদেশীয় প্রতিযোগিতা আয়োজন করা হলে পিসিবি-র খেলতে আপত্তি নেই। কলম্বোর বৈঠকে সে বিষয়ে আলোচনা হতে পারে।
২০০৭ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে আর সিরিজ খেলেনি ভারত। এ বিষয়ে বহুবার সরব হয়েছে পিসিবি। তবে এবার এই সিরিজের সম্ভাবনা তৈরি হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement