এক্সপ্লোর
সরফরাজ টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিন, চান পিসিবি চেয়ারম্যান, খবর সূত্রের
আগামী সপ্তাহে সরফরাজের সঙ্গে দেখা করে তাঁকে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা বলতে পারেন পিসিবি চেয়ারম্যান।

লাহৌর: পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে যান সরফরাজ আহমেদ, এমনই চাইছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। আগামী সপ্তাহে সরফরাজের সঙ্গে দেখা করে তাঁকে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা বলতে পারেন পিসিবি চেয়ারম্যান। পাক ক্রিকেটমহল সূত্রে এমনই খবর। পাকিস্তানের একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ পর্যন্ত অধিনায়কের পদে থাকতে পারেন সরফরাজ। তাঁর টেস্ট দলের অধিনায়কত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সপ্তাহে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















