এক্সপ্লোর
Advertisement
বিরাটরা সেনা টুপি পরায় ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি, আইসিসি-কে চিঠি পিসিবি-র
করাচি: পাকিস্তান সরকার আগেই আপত্তির কথা জানিয়েছিল, এবার সেনা টুপি নিয়ে সরাসরি ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ জানাল পিসিবি। আইসিসি-কে লেখা চিঠিতে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পিসিবি। এ বিষয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, ‘আমরা আইসিসি-কে আমাদের যুক্তি স্পষ্টভাবে জানিয়েছি। এ বিষয়ে আমাদের অবস্থান সম্পর্কে কোনও সন্দেহ বা সংশয় নেই। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে ১২ ঘণ্টার মধ্যে আইসিসি-কে আরও একটি চিঠি দেব।’
পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারানো সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে সেনা টুপি পরে খেলতে নামেন ভারতীয় ক্রিকেটাররা। এটা নিয়ে প্রথমে আপত্তি জানায় পাক সরকার। এবার পিসিবি-ও আসরে নেমে পড়ল। মানির দাবি, ‘এই নিয়ে দ্বিতীয়বার বিসিসিআই রাজনীতির জন্য ক্রিকেটকে ব্যবহার করল। তারা আইসিসি-র কাছ থেকে এক কথা বলে অনুমতি নিয়ে সেটা অন্যভাবে কাজে লাগিয়েছে। এটা মানা যায় না। কয়েক বছর আগে ক্রিকেট মাঠে রাজনৈতিক বক্তব্য পেশ করার অভিযোগে ইমরান তাহির ও মইন আলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল আইসিসি। আমাদের দাবি, এবার ভারতীয়দের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হোক।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement