এক্সপ্লোর
Advertisement
সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলাকালীন এক খেলোয়াড়কে গড়াপেটার প্রস্তাব দেয় বুকি, তদন্ত চলছে, জানালেন সৌরভ
সৌরভ আরও জানিয়েছেন, দুর্নীতি-দমন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।
মুম্বই: ফের কি ভারতীয় ক্রিকেটে গড়াপেটার কালো ছায়া দীর্ঘায়িত হচ্ছে? তামিলনাড়ু প্রিমিয়ার লিগ, কর্ণাটক প্রিমিয়ার লিগের পর এবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতাতেও এক ক্রিকেটার গড়াপেটার প্রস্তাব পাওয়ায় এই প্রশ্ন উঠে গিয়েছে। স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘আমি জানতে পেরেছি, সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতা চলাকালীন এক খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করে বুকি। তবে আমি তার নাম জানি না। গড়াপেটার প্রস্তাব পেয়ে ওই খেলোয়াড় অভিযোগ দায়ের করে।’
সৌরভ আরও জানিয়েছেন, ‘কোনও ক্রিকেটারকে গড়াপেটার প্রস্তাব দেওয়া নিয়ে সমস্যা নেই। সেই খেলোয়াড় গড়াপেটার প্রস্তাব পাওয়ার পর কী করছে, সেটাই আসল। আমরা কর্ণাটক প্রিমিয়ার লিগ ও তামিলনাড়ু প্রিমিয়ার লিগে এই সমস্যার মোকাবিলা করেছি। সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে আমরা কথা বলেছি। বিষয়টি না মেটা পর্যন্ত কর্ণাটক প্রিমিয়ার লিগ স্থগিত রাখা হয়েছে। চেন্নাই, সৌরাষ্ট্র, মুম্বইয়েও প্রতিযোগিতা রয়েছে। সৌরাষ্ট্র ও মুম্বই থেকে কোনও অভিযোগ আসেনি, তবে চেন্নাই থেকে দু’টি অভিযোগ এসেছে। আমরা সেই অভিযোগ খতিয়ে দেখছি। দুর্নীতি-দমন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement