PM Modi On SAAF Championship: নীল বাঘেদের শাসন! ভবিষ্যত প্রজন্মের প্রেরণা, বলছেন প্রধানমন্ত্রী মোদি
PM Narendra Modi: সুনীল ছেত্রীদের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ভারতীয় দলকে জানালেন অভিনন্দন বার্তা।
মুম্বই: লেবাননের পর কুয়েত। ইন্টারকন্টিনেন্টাল কাপের পর সাফ চ্যাম্পিয়নশিপ। এক মাসের মধ্যে দুটি আন্তর্জাতিক ট্রফি ভারতের। ফুটবল মাঠে দৌড়চ্ছে ভারতের জয়রথ (Indian Football Team)।
সুনীল ছেত্রীদের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ভারতীয় দলকে জানালেন অভিনন্দন বার্তা। প্রধানমন্ত্রী বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ভারত চ্যাম্পিয়ন, আবার! সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ নীল বাঘেদের শাসন। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। ভারতীয় দলের অবিস্মরণীয় সফর, সঙ্গে দৃঢ় সংকল্প, খেলোয়াড়দের নাছোড় মানসিকতা ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা দেবে'।
India crowned champions, yet again! The Blue Tigers reign supreme at the #SAFFChampionship2023! Congrats to our players. The Indian Team’s remarkable journey, powered by the determination and tenacity of these athletes, will continue to inspire upcoming sportspersons. pic.twitter.com/DitI0NunmD
— Narendra Modi (@narendramodi) July 5, 2023
সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) মুগ্ধ সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) খেলা দেখে। মঙ্গলবার রাতে যেভাবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে পিছিয়ে পড়ার পরও পাল্টা লড়াই করে ঘুরে দাঁড়ায় ভারত, এবং টাইব্রেকারে স্নায়ুর চাপ সামলে ট্রফি জিতে নেয়, তা দেখে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার। সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরালেন টিম ইন্ডিয়াকে।
ভারতের জয়ের পর সচিন সোশ্যাল মিডিয়ায় সুনীলদের সেলিব্রেশনের ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'শক্তি, সংকল্পের কী অবিশ্বাস্য প্রদর্শন। ইস্পাতকঠিন স্নায়ুর প্রমাণ দিয়েছো তোমরা। বিরাট অভিনন্দন ভারতীয় ফুটবল দলকে। সাফ চ্যাম্পিয়ন ২০২৩'।
What a phenomenal display of strength, determination and nerves of steel!
— Sachin Tendulkar (@sachin_rt) July 5, 2023
Huge congratulations to #TeamIndia! 🇮🇳💙🏆⚽️#SAFFChampionship2023 pic.twitter.com/1i4wWN6z2i
পরপর খেতাব জয়। ৩০ দিনের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল কাপের পর এবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতলেন সুনীল ছেত্রীরা। কুয়েতকে হারিয়ে (IND vs KUW) নবমবার সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship 2023) জিতল ভারত। ১২০ মিনিট পরেও ১-১ ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ ম্যাচ জিতলেন ব্লু টাইগার্সরা। লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে পেনাল্টি বাঁচিয়ে ভারতের নায়ক হয়ে উঠেছিলেন গুরপ্রীত সিংহ সাঁধু (Gurpreet Singh Sandhu)। ফের একবার ফাইনালে ভারতের ত্রাতা হয়ে উঠলেন তিনি। পেনাল্টি বাঁচিয়ে ভারতকে জেতালেন খেতাব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন