এক্সপ্লোর
Advertisement
২০১৮ এশিয়া কাপে পাকিস্তানের যোগ দেওয়া নিয়ে কেন্দ্রের অনুমতি চাইবে বিসিসিআই
নয়াদিল্লি: পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বেঙ্গালুরু থেকে সরে গিয়েছে কুয়ালা লামপুরে। আগামী বছর সিনিয়রদের এশিয়া কাপও ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। সেই প্রতিযোগিতায় পাকিস্তানের যোগ দেওয়া নিয়ে যাতে কোনও জটিলতা তৈরি না হয়, সেটা নিশ্চিত করার জন্য আগেভাগে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি চাইবে বিসিসিআই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘আমরা তিন মাস আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নিয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু কোনও জবাব পাইনি। সেই কারণেই এই প্রতিযোগিতা মালয়েশিয়ায় সরে গিয়েছে। ভারত ও পাকিস্তান দল ছাড়া এশিয়া কাপ হয় না। তাই সিনিয়র এশিয়া কাপ নিয়ে আমরা ফের সরকারকে চিঠি দেব। ভারত-পাকিস্তান ম্যাচই এশিয়া কাপের সেরা আকর্ষণ। এই ম্যাচ না হলে প্রতিযোগিতার কোনও অর্থ থাকে না। মনে রাখতে হবে, এটা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নয়। আইসিসি প্রতিযোগিতার মতোই বহুদেশীয় প্রতিযোগিতা।’
সামরিক ও কূটনৈতিক উত্তেজনা থাকা সত্ত্বেও আইসিসি প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলছে। জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগ এবং ফাইনালে ভারত-পাক ম্যাচ হয়েছিল। মহিলাদের বিশ্বকাপেও ভারত-পাক ম্যাচ হয়েছিল। সেই কারণেই এশিয়া কাপেও ভারত-পাক ম্যাচের অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে অনুমতি চেয়েছে বিসিসিআই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement