Prithvi Shaw: একের পর এক রেকর্ড, সেঞ্চুরি করেই চলেছেন পৃথ্বী
চলতি বিজয় হাজারে ট্রফিতে পৃথ্বী একটি দ্বিশতরান সহ চারটি সেঞ্চুরি করেছেন। গত ১৫ দিনে তিন বার এক ইনিংসে ১৫০-এর বেশি রান করেছেন মুম্বইয়ের অধিনায়ক।
মুম্বই: বাদ পড়ার জবাব দিচ্ছেন ব্যাট হাতে।
সেঞ্চুরি করেই চলেছেন পৃথ্বী শ। কোয়ার্টার ফাইনালের পর বিজয় হাজারের সেমিফাইনালেও শতরান হাঁকালেন পৃথ্বী শ। ১৫ দিনের মধ্যে তিনবার দেড়শো বা তার বেশি রানের ইনিংস খেলে যেন নির্বাচকদের জবাব দিচ্ছেন মুম্বইয়ের ওপেনার। টি-টোয়েন্টির মেজাজে ওয়ান ডে-তে ব্যাটিং করে চলেছেন তিনি।
বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন পৃথ্বী। সেই তিনিই আবার সেমিফাইনালে শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে টি-টোয়েন্টির মেজাজে ব্যাটিং করে তিন অঙ্কের ঘরে পৌঁছলেন। মাত্র ১২২ বলে ১৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন পৃথ্বী। তাঁর ইনিংসে রয়েছে ১৭টি চার ও সাতটি ছক্কা।
চলতি বিজয় হাজারে ট্রফিতে পৃথ্বী একটি দ্বিশতরান সহ চারটি সেঞ্চুরি করেছেন। গত ১৫ দিনে তিন বার এক ইনিংসে ১৫০-এর বেশি রান করেছেন মুম্বইয়ের অধিনায়ক। তিনি ভেঙে দিলেন ময়ঙ্ক অগ্রবালের রেকর্ড। এর আগে বিজয় হাজারে ট্রফিতে কোনও এক মরসুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল ময়ঙ্কের। ২০১৮ সালের টুর্নামেন্টে ৭২৩ রান করেছিলেন তিনি। এবার এখনও পর্যন্ত পৃথ্বী করেছেন ৭৫৪ রান। বিজয় হাজারেতে যা সর্বকালীন রেকর্ড। এখনও ফাইনাল খেলা বাকি তাঁর।
অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলার পরেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন পৃথ্বী। তিন ফরম্যাটের দল থেকেই বাদ পড়েছেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ফর্মে রয়েছেন মুম্বইয়ের তারকা। চলতি বিজয় হাজারে ট্রফিতে চতুর্থ শতরান করে ফেললেন তিনি। আপাতত তিনিই বিজয় হাজারের সর্বোচ্চ রান সংগ্রাহক।
বৃহস্পতিবার পালাম স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কর্নাটকের বিরুদ্ধে পৃথ্বী ফের সেঞ্চুরি করেছেন। মাত্র ৭৯ বলে। যা চলতি টুর্নামেন্টে তাঁর চতুর্থ সেঞ্চুরি। এদিনই একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতার পর হোটেলে নিজের রুমে ফিরে কেঁদে ফেলেছিলেন তিনি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যাবতীয় সমালোচনার জবাব দিচ্ছে পৃথ্বীর ব্যাট।