এক্সপ্লোর
Advertisement
প্রো-কবাডি লিগ ২০১৮: দাবাঙ্গ দিল্লিকে হারিয়ে জোন বি-র শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন পটনা পাইরেটস, জোন এ-তে সবার উপরে ইউ মুম্বা
আমদাবাদ: চলছে প্রো কবাডি লিগ। বিভিন্ন দল একে অপরের মোকাবিলা করছে। প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। আপাতত ১৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে জোন এ-র শীর্ষে ইউ মুম্বা। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে জোন বি-র শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন পটনা পাইরেটস। পিছিয়ে নেই বেঙ্গল ওয়ারিয়র্সও। কলকাতার দলটির ৯ ম্যাচে ২৭ পয়েন্ট। ফলে ভাল জায়গাতেই আছে বেঙ্গল।
গতকাল অধিনায়ক প্রদীপ নরওয়ালের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে দাবাঙ্গ দিল্লিকে হারিয়ে দিয়েছে পটনা। ম্যাচের ফল ৩৮-৩৫। প্রদীপ ১৬ রেইড পয়েন্ট অর্জন করেন। তাঁর সতীর্থ মনজিৎ ৮ পয়েন্ট অর্জন করেন। এর ফলেই চলতি মরসুমে ষষ্ঠ জয় পেল পটনা। দিল্লির হয়ে নবীন কুমার ১৫ পয়েন্ট অর্জন করলেও, এই মরসুমে দিল্লির পঞ্চম হার বাঁচাতে পারলেন না।
তামিল থসাইভাস ও হরিয়ানা স্টিলার্সের ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাই হয়ে গিয়েছে। ম্যাচের ফল ৩২-৩২। তামিল থলাইভাসের হয়ে সুকেশ হেগড়ে ৭ পয়েন্ট, অজয় ঠাকুর ৬ পয়েন্ট ও মনজিৎ চিল্লার ৪ পয়েন্ট অর্জন করেন। হরিয়ানার হয়ে বিকাশ কান্দোলা ১৪ পয়েন্ট অর্জন করেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement