Sudirman Cup 2025: সুদিরমান কাপে ভারতের নেতৃত্বে দেখা যাবে পিভি সিন্ধু ও লক্ষ্য সেনকে
PV Sindhu And Laksya Sen: ভারতের এক নম্বর মহিলা সিঙ্গলস ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু। বিশ্ব ক্রমতালিকায় তাঁর স্থান ১৮ নম্বরে রয়েছে। তাঁর দলে থাকবেন ২০ বছরের অনুপমা উপাধ্যায়।

নয়াদিল্লি: এবছরের সুদিরম্য়ান ব্যাডমিন্টন টুর্নামেন্টের জন্য় পুরুষদের দলের নেতৃত্বভার দেওয়া হচ্ছে লক্ষ্য সেনকে (Lakshya Sen)। অন্যদিকে মহিলাদের দলের নেতৃত্বভার দেওয়া হচ্ছে পিভি সিন্ধুকে (PV Sindhu)। আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হতে চলেছে সুদিরম্য়ান কাপ। যা চলবে ৪ মে পর্যন্ত। চিনে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। ব্য়াডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের তরফে এই টুর্নামেন্টর আয়োজন করা হয় প্রতিবছর। এটি একটি মিক্সড টিম ব্যাটমিন্ডন টুর্নামেন্ট।
প্রাক্তন ইন্দোনেশীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ডিক সুদিরমান-এর হাত ধরে এই প্রতিযোগিতার পথ চলা শুরু হয়েছিল। ১৯৫৯ সালে প্রতিষ্ঠার সময় থেকে এটি দুই বছর অন্তর অন্তর খেলা হয়। এটি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কর্তৃক পরিচালিত হয়। ২০০৩ সালে এটিকে বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে আলাদা করা হয়।
ভারতের এক নম্বর মহিলা সিঙ্গলস ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু। বিশ্ব ক্রমতালিকায় তাঁর স্থান ১৮ নম্বরে রয়েছে। তাঁর দলে থাকবেন ২০ বছরের অনুপমা উপাধ্যায়। পুরুষদের সিঙ্গলসে ১৮ নম্বর স্থানাধিকারী লক্ষ্য সেন রয়েছে এইচ এস প্রণয়ের সঙ্গে।
পহেলগাঁও হামলায় বাবর আজমের যোগ?
পাকিস্তানের প্রথম সামিরর সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার, ২৩শে এপ্রিল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়, যেখানে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার সন্দেহভাজনদের স্কেচ ছিল। এই ছবিটিকে অনেকে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের ছবি বলেছেন। যদিও এই ব্যাপারে কোনও সত্যতা নেই। প্রতিবেদন অনুযায়ী, এই ভাইরাল ছবিটি সম্পাদিত। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত ছবিটি বাবর আজমের ছবির মতো মোটেই নয়।
ফ্যাক্ট চেকের মাধ্যমে জানা গিয়েছে যে, পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার সঙ্গে কোনও সম্পর্ক নেই। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত সন্ত্রাসবাদীর ছবি পাকিস্তানি খেলোয়াড়ের সঙ্গে মেলে না। যদিও পহেলগাঁও কাণ্ডের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্কও ছিন্ন করার ডাক জোরাল হয়েছে। এমনকী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিও জানিয়েছেন, এরপর পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট নয়।
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার বিশ্বব্যাপী নিন্দা হচ্ছে। ভারতীয় ক্রিকেটাররাও হামলায় নিহতদের জন্য ন্যায়ের দাবি জানিয়েছেন। বিরাট কোহলি থেকে শুরু করে সচিন তেন্ডুলকর - সকলেই এই হামলাকে কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন। মহম্মদ সিরাজ তাঁর পোস্টে লিখেছেন, 'কোনও কারণ, কোনও বিশ্বাস, কোনও আদর্শ কখনওই এই ধরনের নারকীয় কাজকে সমর্থন করতে পারে না। এটা কী ধরনের যুদ্ধ, যেখানে মানুষের জীবনের কোনও মূল্যই নেই।'






















