World Cup 2022: কাতার বিশ্বকাপের মঞ্চে ফিরছে জিদানের কুখ্যাত 'ঢুঁসো'
Zidane Headbutt Statue: মাঝমাঠে আচমকাই ঢুঁসো মেরে মাত্তেরাজ্জিকে ফেলে দেন জিদান। তখনই লাল কার্ড দেখিয়ে দেওয়া হয় জিদানকে। জীবনের শেষ বিশ্বকাপ ম্যাচ পুুরো না খেলেই মাঠ ছাড়েন ফরাসি কিংবদন্তী ফুটবলার।
দোহা: সালটা ২০০৬। ফুটবল বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি ফ্রান্স (France) বনাম ইতালি (Italy)। টাইব্রেকারে আজুরিদের জয়কে ছাপিয়ে সেদিন বিতর্কের কেন্দ্রে ছিল জিনেদিন জিদানের ( Zinedine Zidane) কুখ্যাত ঢুঁসো বিতর্ক। খেলার ফাঁকে ইতালির মার্কো মাত্তেরাজ্জির ( Marco Materazzi) সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন জিদান। ২ জনের মধ্য়ে ঝামেলা হয়। যার পরিণাম এতটা বাজে হবে কেউ ভাবেনি। মাঝমাঠে আচমকাই ঢুঁসো মেরে মাত্তেরাজ্জিকে ফেলে দেন জিদান। তখনই লাল কার্ড দেখিয়ে দেওয়া হয় জিদানকে। জীবনের শেষ বিশ্বকাপ ম্যাচ পুুরো না খেলেই মাঠ ছাড়েন ফরাসি কিংবদন্তী ফুটবলার। এবার সেই ঢুঁসো ফিরছে কাতার বিশ্বকাপের মঞ্চে। কিন্তু কীভাবে?
আসলে একটি মূর্তি বানানো হয়েছে। যা দেখলে মনে হবে অবিকল সেই ঢুঁসোর রেপ্লিকা। সেই বিতর্কিত মূর্তিটি ৫ মিটার উচ্চতার। প্রায় ১৬ ফুট উচ্চতার সেই মূর্তিটি এর আগে ২০১৩ সালে দোহা সমুদ্রতীরে চার সপ্তাহের কম সময় ধরে রাখা হয়েছিল। কিন্তু পরে ইসলামিক নিয়ম লঙ্ঘিত হচ্ছে, এই দাবি তুলে তা সরিয়ে দেওয়া হয়। এবার কাতার ফুটবল বিশ্বকাপে তা সেই মূর্তিটি প্রদর্শনের ভাবনা চিন্তা করা হয়েছে। কাতার মিউজিয়ামের প্রধান শেখা আল মায়াসা জানিয়েছেন যে সেই মূর্তিটি এখন দােহার আন্তর্জাতিক ক্রীড়া জাদুঘরে রয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে ফুটবল বিশ্বকাপ শুরু। সেই সময়ই সেই মূর্তিটি প্রদর্শন শুরু হবে।''
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল। সাধারণত বছরের মাঝামাঝি সময়ে হয় এই প্রতিযোগিতা। কিন্তু কাতারের উষ্ণ আবহাওয়ার কারণে এবার শীতকালে হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্যদিকে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার। ইংল্যান্ডও প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে খেলতে নামবে। একদিনে চারটে করে ম্যাচ হবে। ১২ দিন ধরে গ্রুপ পর্বের ম্যাচ চলবে।
আরও পড়ুন: পায়ে ইঞ্জেকশন, খেয়েছিলেন ব্যথা কমার ওষুধ, প্রতিবন্ধকতা সামলেই ইতিহাসে রাফা