Paris Olympics: প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে নামবেন, মাত্র উনিশেই পদক জয়ের স্বপ্নে বিভোর অন্তিম পাঙ্ঘাল
Antim Panghal Wrestler: কিন্তু এই ছোট্ট বয়সেই যে কৃতিত্ব ও সাফল্য অর্জন করেছেন অন্তিম, তা কিন্তু তাঁকে এভারের অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার করে তুলেছে।
নয়াদিল্লি: আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024)। ভারতের মোট ১১৭ জন এবার প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছেন মেগা টুর্নামেন্টে। তাঁদের মধ্যেই অন্যতম উল্লেখযোগ্য নাম অন্তিম পাঙ্ঘাল। মাত্র ১৯ বছর বয়সী মহিলা কুস্তিগীর। কিন্তু এই ছোট্ট বয়সেই যে কৃতিত্ব ও সাফল্য অর্জন করেছেন অন্তিম, তা কিন্তু তাঁকে এভারের অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার করে তুলেছে। নিজের প্রথম অলিম্পিক্সে নামার আগে বেশি আত্মবিশ্বাসী এই তরণী।
গত বছর বেলগ্রেডে আয়োজিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন অন্তিম। ২ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এমা জোনাকে হারিয়ে দিয়েছিলেন ৫৩ কেজি ক্যাটাগরিতে। এই জয়ের সঙ্গে সঙ্গেই অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন অন্তিম। তিনি বলছেন, ''আমরা অনেক প্রস্তুতি সেরেছি ম্যাটে। আরও খাটতে হবে। আরও অনুশীলন করতে হবে। অলিম্পিক্সের মঞ্চে প্রথমবার নামব। আমাকে ভাল করতেই হবে। নিজের পারফরম্য়ান্সের বিষয়ে আশাবাদী আমি।'' অন্তিম আরও বলেন, ''আমি একটু ক্লান্ত ছিলাম। কারণ চোটের কবলে পড়তে হয়েছিল আমাকে কিছুদিন আগে। কিন্তু এখন পুরো ফিট আমি। চোট সারিয়ে ফেরার পরও অনেক অনুশীলন করেছি। ম্য়াটে হোক বা বাস্কেটবল গ্রাউন্ডে হোক। বা ট্রেনিং গ্রাউন্ডে, নিজেকে যথেষ্ট সময় দিয়েছি। অলিম্পিক্সের মঞ্চেও ভাল ফল করার বিষয়ে আশা রাখছি। পদক জিতব, এই বিশ্বাস আছে আমার।''
২০২২ সালে জুনিয়র কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে প্রথমবার নজরে আসন অন্তিম। ইতিহাস গড়েছিলেন এই কিশোরী। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে এই সাফল্য পেয়েছিলেন অন্তিম। ২০২৩ সালে জুনিয়র পর্যায়ে ফের সোনা ও বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন অন্তিম।
অলিম্পিক্সে নিজের প্রতিদ্বন্দ্বীদের নিয়ে অন্তিম বলছেন, ''বড় টুর্নামেন্ট। বড় মঞ্চ। আর এই মঞ্চে সব প্রতিযোগীই নিজেদের সেরাটা দিতে চাইবে। তাই কাউকে হাল্কা ভাবে নেওয়ার কোনও মানেই হয়। তবে আমাকে যদি প্রশ্ন করা হয় আমি দু-তিনজনের কথা বলব। একজন জাপানের রয়েছে। একজন চিনের রয়েছেন। অন্তিম ২০২২ সালে কমনওয়েলথ গেমসের ট্রায়ালে হেরে গিয়েছিলেন স্বদেশীয় ভিনেশ ফোগাটের বিরুদ্ধে। সেই হার থেকেই শিক্ষা নিয়েছেন অন্তিম। তিনি বলছেন, ''ওই হেরে যাওয়াটা খুব কঠিন ছিল। কিন্তু সেই হার আমাকে আরও কঠিন পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছে।কোনও ম্যাচে হেরে গেলে তা নিয়ে বেশি ভাবি না। নিজেকে আরও ভালো করার জন্য উৎসাহিত করি এবং এগিয়ে যাই।''