Ashwin Covid Positive: করোনা আক্রান্ত রবিচন্দ্রন অশ্বিন, যেতে পারলেন না ইংল্যান্ডে
Ravichandran Ashwin Covid Positive: আপাতত যা খবর, তাতে কোয়ারেন্টিনে রয়েছেন অশ্বিন। সবরকম প্রোটোকল মেনে করোনা মুক্ত হলে তবেই একমাত্র দলের সঙ্গে যোগ দিতে পারবেন অশ্বিন।
তামিলনাড়ু: করোনা আক্রান্ত হলেন রবিচন্দ্রন অশ্বিন। তার জন্যই ইংল্যান্ডে (England) উড়ে যেতে পারলেন না তারকা ভারতীয় স্পিনার। বিসিসিআইয়ের (Bcci) তরফে এক সূত্র মারফৎ জানানো হয়েছে যে করোনা আক্রান্ত হওয়ার জন্য টিম ইন্ডিয়ার বাকি সদস্যদের সঙ্গে ইংল্য়ান্ডে যাওয়া হল না তামিনাড়ুর এই অভিজ্ঞ স্পিনারের। আপাতত যা খবর, তাতে কোয়ারেন্টিনে রয়েছেন অশ্বিন। সবরকম প্রোটোকল মেনে করোনা মুক্ত হলে তবেই একমাত্র দলের সঙ্গে যোগ দিতে পারবেন অশ্বিন।
গত ১৬ জুন ভারতীয় দল ইংল্যান্ড সফরে উড়ে গিয়েছিল। বিসিসিআইয়ের তরফে নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিশিয়াল বলেন, ''অশ্বিন ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে উড়ে যাননি। করোনা আক্রান্ত হয়েছেন তারকা অফস্পিনার। আগামী ১ জুলাই থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট। আশা করি তার আগেই অশ্বিন সুস্থ হয়ে উঠবে। তবে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না অশ্বিন।'' উল্লেখ্য ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও বোলিং কোচ পারশ মাম্বরের তত্ত্বাবধানে প্রস্তুতি শুরু দিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
ইংল্যান্ডে পৌঁছে গেলেন দ্রাবিড়, পন্থরা
ইংল্য়ান্ডে পৌঁছে গেলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। তাঁর সঙ্গে ছিলেন দলের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ ও তরুণ তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। এছাড়াও ইংল্যান্ডে টেস্টের জন্য ব্যাক আপ ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ময়ঙ্ক অগ্রবালকে। কে এল রাহুল (K L Rahul) চোটের জন্য ইংল্যান্ড সফরে যেতে পারেননি। তাঁর বদলি হিসেবে বেছে নেওয়া হয়েছে ময়ঙ্ক অগ্রবালকে। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ময়ঙ্ক স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন। একটি টেস্টের জন্য বড় কোনও বদল দরকার নেই। তবে যদি কোনও চোট আঘাতের সমস্যা থাকে, সেক্ষেত্রে ময়ঙ্ক মাঠে নামবেন।
বিসিসিআইয়ের অফিশিয়ালের তরফে আরও জানানো হয়েছে, ময়ঙ্ক অনুশীলনের মধ্যেই থাকবেন যদি টিম ম্যানেজম্যান্টের দরকার পড়ে, তবে ময়ঙ্ককে ডেকে নেওয়া হবে। যদি কেউ চোট পেয়ে যায়, তবেই ময়ঙ্ক উড়ে যাবেন ইংল্যান্ডে। এছাড়াও পুরোপুরি সুস্থ হলে ইংল্যান্ডে উড়ে যাবেন অশ্বিনও।