Head Coach of India: ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে লক্ষ্মণ বা কুম্বলেকে চাইছে বিসিসিআই
Head Coach of India: অনিল কুম্বলে এর আগে জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছিলেন। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন রাহুল দ্রাবিড়।
মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের কোচের পদের জন্য আবেদন জানিয়েছেন রাহুল দ্রাবিড়। তাই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে কে আসবেন, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে এসেছে। সূত্রের খবর, বিসিসিআই চাইছে যাতে অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণের মধ্যে একজন যাতে দায়িত্ব নিয়ে আসেন। এই মুহূর্তে রাহুল দ্রাবিড় এনসিএ-র প্রধান হিসেবে কাজ করছেন।
অনিল কুম্বলে এর আগে জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছিলেন। ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন রাহুল দ্রাবিড়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে রাহুল ওই পদের জন্য তাঁর আবেদনপত্র জমা দিয়েছেন ভারতীয় বোর্ডে। এছাড়াও পারশ মাম্বরে বোলিং কোচ হিসেবে নিযুক্ত হতে পারেন ভরত অরুণের বদলি হিসেবে। কিন্তু এনসিএর দায়িত্বে কে আসবেন? সেখানেই কুম্বলের নাম উঠে আসছেন। এছাড়াও লক্ষ্মণের নামও উঠে আসছে। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন লক্ষ্মণ। ফলে তাঁর অভিজ্ঞতাও রয়েছে।
শাস্ত্রীর মেয়াদ ফুরোলে দ্রাবিড় ভারতের কোচ হতে পারেন বলে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতের সীমিত ওভারের দলের কোচ হয়েছিলেন দ্রাবিড়। তার পরেও ভারতের কোচ হওয়ার চেয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব সামলানোই বেশি পছন্দ ছিল দ্রাবিড়ের কাছে। কিন্তু সৌরভ-জয় শাহরাই দ্রাবিড়ের মত বদলানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন বলে সূত্রের খবর।
তবে নতুন করে জল্পনা তৈরি হয়েছিল কারণ, সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিসিসিআই সভাপতি সৌরভ বলেছিলেন, দ্রাবিড় কোচ হচ্ছেন এই খবর তিনি সংবাদমাধ্যমে দেখে জেনেছেন। বলেছিলেন, দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও ভালো কাজ করেছেন। ভারতের যে শক্তিশালী দল গড়া সম্ভব হচ্ছে, তাতে এনসিএর ভূমিকা রয়েছে বলেও মতপ্রকাশ করেছিলেন সৌরভ।
দ্রাবিড়কে কোচ নিয়োগের ব্যাপারে তিনি কিছু জানেন না বলে সংবাদমাধ্যমে বলেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। যদিও ভারতীয় ক্রিকেটমহলে দীর্ঘদিন ধরে জল্পনা সত্যি হওয়ার পথে। কারণ, কোচ হতে চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন মিস্টার ডিপেন্ডেবল দ্রাবিড়।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের পরই ট্যুইটারে কাদা ছোড়াছুড়ি হরভজন-আমিরের