এক্সপ্লোর
Advertisement
হার্দিক ও রাহুলের দুই ম্যাচের নির্বাসনের সুপারিশ সিওএ প্রধান রাইয়ের
নয়াদিল্লি: টেলিভিশন শো কফি উইথ কর্ণ-তে মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য মুশকিল বাড়তে পারে ভারতীয় দলের দুই ক্রিকেটার হার্দিক পান্ড্য ও কে এল রাহুলের। বিসিসিআই-এ প্রশাসকদের কমিটি (সিওএ)-র প্রধান বিনোদ রাই দুই ক্রিকেটারকে দুটি একদিনের ম্যাচ নির্বাসনের সুপারিশ করেছেন। যদিও কমিটির অপর সদস্য ডায়না এডুলজি বিষয়টি বোর্ডের আইনি সেলের কাছে পাঠিয়েছেন।
ওই শো-তে হার্দিকের যৌনগন্ধী ও নারীবিদ্বেষী মন্তব্যের জন্য বিভিন্ন মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবারই প্রশাসকদের কমিটি শোকজ নোটিশ জারি করেছিল। এর জবাবে ভারতীয় দলের অলরাউন্ডার তাঁর মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করেন এবং এ ধরনের আচরণের পুনরাবৃত্তি আর করবেন না বলেও জানিয়েছিলেন।
কিন্তু এই জবাবে যে তিনি খুশি নন, তা জানিয়ে দিয়েছেন রাই। তিনি বলেছেন, 'হার্দিকের ব্যাখ্যায় আমি সন্তুষ্ট নই এবং আমি দুই প্লেয়ারকেই দুই ম্যাচে নিষিদ্ধ করার সুপারিশ করেছি। তবে ডায়নার কাছ থেকে সায় পেলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে'।
টেলিভিশন শো-তে হার্দিক তাঁর নারীসঙ্গ ও কীভাবে তিনি বিষয়টি বাবা-মাকে জানিয়েছিলেন, তা নিয়ে মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য অত্যন্ত কুরুচিকর বলে তীব্র সমালোচিত হয়।
আগামী শনিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ। ভারতীয় দলের অন্যতম সদস্য হার্দিক ও রাহুল।
টেলিভিশন শো-তে মন্তব্যের জন্য দুই ক্রিকেটারকে নোটিশ দিয়ে ২৪ ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়।
রাই বলেছেন, 'এই দু’জনকে নির্বাসিত করা যায় কিনা, তা নিয়ে আইনি পরামর্শ চেয়েছে ডায়না। তাঁর কাছ থেকে ইতিবাচক উত্তর পেলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমার মনে হয়েছে এই ধরনের মন্তব্য একেবারেই নিম্ন রুচির। যা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়'।
জানা গেছে, ডায়না এ ব্যাপারে বোর্ডের কার্যনির্বাহী সভাপতি সিকে খান্না ও কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী ও কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীর কাছেও বিষয়টি নিয়ে মতামত জানতে চেয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement