এক্সপ্লোর
Advertisement
হায়দরাবাদকে সহজেই ৭ উইকেটে হারাল রাজস্থান
এই নিয়ে চলতি আইপিএল-এ পঞ্চম জয় পেল রাজস্থান।
জয়পুর: আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই সাত উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। এই নিয়ে চলতি আইপিএল-এ পঞ্চম জয় পেল রাজস্থান। স্টিভ স্মিথের দল এখন লিগ টেবলের ৬ নম্বরে থাকলেও, খাতায়-কলমে প্লে অফে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখল। ১২ ম্যাচে রাজস্থানের পয়েন্ট ১০। প্লে অফে যাওয়ার সম্ভাবনা বজায় রাখতে গেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিততেই হবে রাজস্থানকে। অন্যদিকে, চার নম্বরে থাকা হায়দরাবাদের পয়েন্ট ১১ ম্যাচে ১০। ফলে প্লে অফে যাওয়ার দৌড়ে সুবিধাজনক জায়গায় কেন উইলিয়ামসনের দল।
এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬০ রান করে হায়দরাবাদ। সর্বোচ্চ ৬১ রান করেন মণীশ পাণ্ডে। বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৩৭ রান। দুর্দান্ত ক্যাচ নিয়ে তাঁকে ফেরান বিপক্ষের অধিনায়ক ও জাতীয় দলের সতীর্থ স্মিথ। রাজস্থানের হয়ে বরুণ অ্যারন, ওশানে টমাস, শ্রেয়স গোপাল ও জয়দেব উনাদকাট দু’টি করে উইকেট নেন। এরপর ১৯.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। অজিঙ্কা রাহানে ৩৯, লিয়াম লিভিংস্টোন ৪৪ ও স্মিথ ২২ রান করেন। ৪৮ রানে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement