Chess Ranking: বিশ্বকাপ ফাইনালে হারলেও ব়্যাঙ্কিংয়ে নয় ধাপ এগোলেন প্রজ্ঞাননন্দ
R Praggnanandhaa: লাইভ রেটিং অনুযায়ী, প্রজ্ঞাননন্দের রেটিং পয়েন্ট ২৭০৭ থেকে বেড়ে ২৭২৭.২ পয়েন্ট হয়েছে।
নাগপুর: কণিষ্ঠতম দাবাড়ু হিসাবে বিশ্বকাপের ফাইনালে (World Cup 2023) পৌঁছে আগেই ইতিহাস গড়েছিলেন রমেশবাবু প্রজ্ঞাননন্দ (Rameshbabu Praggnanandhaa)। বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশ্য খেতাব হাতছাড়া হয় ১৮ বছর বয়সি ভারতীয় বিস্ময়বালকের। তবে খেতাব হাতছাড়া হলেও দুরন্ত পারফরম্যান্সের সুফল সদ্য প্রকাশিত দাবা ব়্যাঙ্কিংয়ে (Chess Ranking) পেয়ে গেলেন প্রজ্ঞাননন্দ।
ব়্যাঙ্কিংয়ে এগোলেন প্রজ্ঞাননন্দ
সদ্য প্রকাশিত বিশ্ব দাবা ব়্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এলেন প্রজ্ঞাননন্দ। ভারতীয় হিসাবে তিনি তালিকায় তৃতীয়। তাঁর আগে চেন্নাইয়ের সতীর্থ ডি গুকেশ ও তাঁর আইডল বিশ্বনাথন আনন্দ রয়েছেন। লাইভ রেটিং অনুযায়ী, প্রজ্ঞাননন্দের রেটিং পয়েন্ট ২৭০৭ থেকে বেড়ে ২৭২৭.২ পয়েন্ট হয়েছে। প্রজ্ঞাননন্দ হরিকৃষ্ণ পেন্টালা (২৭১১) ও ভিদিক গুজরাতিকে (২৭২৩) পিছনে ফেলে দিয়েছেন। বিশ্বকাপের ক্লাসিকাল ফর্ম্যাটে মোট ২০.২ পয়েন্ট অর্জন করেছেন প্রজ্ঞাননন্দ।
ডেভিড নাভারাকে হারিয়ে সর্বাধিক পাঁচ পয়েন্ট অর্জন করেন ভারতীয় দাবাড়ু। কার্লসেনের সঙ্গে ফাইনালে দু'টি ক্লাসিকাল গেম ড্র করে দুই পয়েন্ট পান প্রজ্ঞাননন্দ। বিশ্বের দুই নম্বর ফ্যাবিয়ানো কারুয়ান ও তিন নম্বর হিকারু নাকামুরার বিরুদ্ধে ম্যাচ ড্র করায়, উভয় ম্যাচ থেকে ২.৬ পয়েন্ট পান প্রজ্ঞাননন্দ। ফেরেঙ্ক বার্সেসকে হারানোয় তাঁর ঝুলিতে আসে তিন পয়েন্ট। অর্জুন এরিগাইসির বিরুদ্ধে তাঁর ঝুলিতে ৫.৩ পয়েন্ট আসলেও, একটি ক্লাসিকাল গেম হারায় ৪.৭ পয়েন্ট খোঁয়ানও তিনি। অর্জুনও নতুন প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিনি ২৭১২ পয়েন্ট নিয়ে আপাতত ব়্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে রয়েছেন। তালিকায় ভারতীয় হিসাবে তিনি পঞ্চম স্থানে রয়েছেন।
একাধিক রেকর্ড
প্রসঙ্গত, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কার্লসেন পেলেন ১ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্য। ভারতীয় মুদ্রায় প্রায় ৯১ লক্ষ টাকা। রানার আপ হয়ে প্রজ্ঞাননন্দ পেলেন ৮০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭ লক্ষ টাকা। তবে ফইনাল হারলেও তিনি ২০২৪ সালে ক্যান্ডিডেটস টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করলেন প্রজ্ঞাননন্দ। কানাডায় হবে যে টুর্নামেন্ট। কিংবদন্তি ববি ফিশার ও কার্লসেনের পর তৃতীয় কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলেন প্রজ্ঞাননন্দ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: 'কে কে ডায়ট করছো?', প্রশ্ন সতীর্থদের, জিমেই কেক খেলেন, খাওয়ালেন ধোনি