Manoj Tiwary's Ranji Century: 'মন্ত্রী' যখন মাঠে 'রাজা', সেঞ্চুরি করেই স্ত্রী-কে চিরকুটে ভালবাসা ছুড়ে দিলেন মনোজ
Ranji Trophy 2022: কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭৩ রানে আউট হয়েছিলেন মনোজ। এরপর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান তিনি। এবার সেমিফাইনালেও গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন।
কলকাতা: মাঠের বাইরে তিনি রাজ্যের মন্ত্রী। কিন্তু মাঠে তিনি রাজা। ব্যাট হাতে বারবার বাংলার ত্রাতা হয়ে ওঠাটা অভ্যেসে পরিণত করে ফেলেছেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। কোয়ার্টার ফাইনালের পর এবার সেমিফাইনাল (Semifinal)। টানা ২ ম্যাচে রঞ্জিতে (Ranji Trophy) সেঞ্চুরি হাঁকালেন বাংলার প্রাক্তন অধিনায়ক। রঞ্জির কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে ছেলে পোপকে হাতে লেখা কাগজে শুভেচ্ছা জানিয়েছিলেন অনুষ্টুপ মজুমদার। এবার ঠিক সেই একই ভঙ্গিতে স্ত্রী সুস্মিতাকে ও ছেলে ইউভানকে ভালবাসা ছুড়ে দিলেন মনোজ।
রঞ্জির সেমিতে মনোজের শতরান
কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে অল্পের জন্য শতরান মিস করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে শতরান পূরণ করেছেন। এরপর সেমিফাইনালে যখন দলের টপ অর্ডার পুরো ভেঙে পড়েছে, ঠিক সেই সময়ই জ্বলে উঠল মনোজের ব্যাট আরও একবার। শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়েই খাদের কিনারা থেকে টেনে তুললেন দলকে। ৫৪ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। মনোজ যখন ফিরলেন তখন বাংলার স্কোর ২৩৭/৬। ১২টি বাউন্ডারির সাহায্যে ২১১ বলে ১০২ রানের ইনিংস খেললেন। আর সেঞ্চুরি হাঁকিয়েই মাঠেই পকেট থেকে বের করে নিলেন একটি চিরকুট। তা তুলে ধরলেন। সেখানে লেখান, ''আই লাভ ইউ সুস্মিতা, মাই সুইটহার্ট, ছেলে ইউভান।'' লেখার সঙ্গে অনেকগুলো হার্টের ইমোজি আঁকা।
Manoj Tiwary shows a handmade note after scoring the century to appreciate his family. pic.twitter.com/Q51dSd5xkj
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 16, 2022
রঞ্জির সেমিতে বাংলা প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় ২৭৩ রানে। প্রথম ইনিংসে ৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই দুশো রানের ওপরে লিড নিয়ে নিয়েছে মধ্যপ্রদেশ। হাতে আরও ২ দিন রয়েছে। যা পরিস্থিতি বাংলার জন্য কিন্তু চাপ বাড়ছে বই কমছে না। কারণ চতুর্থ ইনিংসে আড়াইশোর ওপরে রান তাড়া করতে নামাটাও কঠিন ভীষণ।
আরও পড়ুন: শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে কোস্টারিকা, হার নিউজিল্যান্ডের