![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
World Cup 2022: শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে কোস্টারিকা, হার নিউজিল্যান্ডের
Fifa World Cup: খেলা শুরুর পর থেকেই দুরন্ত গতিতে খেলতে থাকেন কোস্টারিকার ফুটবলাররা। ম্যাচের ৩ মিনিটের মাথায়ই গোল পেয়ে যায় কোস্টারিকা। লেফট উইং ধরে এগিয়ে আসা জুনিয়স বেনেট বল পাস দেন ক্যাম্বেলকে।
![World Cup 2022: শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে কোস্টারিকা, হার নিউজিল্যান্ডের Costa Rica 1-0 New Zealand Highlights: Campbell's goal sends Costa Rica to Qatar World Cup 2022 World Cup 2022: শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে কোস্টারিকা, হার নিউজিল্যান্ডের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/16/05baf1cc97cf0b83dda186e3cde94352_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দোহা: কাতার বিশ্বকাপের টিকিট আদায় করে নিয়েছে কোস্টারিকা (Costarica)। নিউজিল্য়ান্ডকে (Newzeland) হারিয়ে বিশ্বকাপের (Fifa World Cup 2022) শেষ দল হিসেবে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। আগের দিন অস্ট্রেলিয়া (Australia) পেরুকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল। এবার কোস্টারিকাও জায়গা পেয়ে নিল। কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানি, স্পেন ও জাপানের সঙ্গে রয়েছে এই দলটি।
খেলা শুরুর পর থেকেই দুরন্ত গতিতে খেলতে থাকেন কোস্টারিকার ফুটবলাররা। ম্যাচের ৩ মিনিটের মাথায়ই গোল পেয়ে যায় কোস্টারিকা। লেফট উইং ধরে এগিয়ে আসা জুনিয়স বেনেট বল পাস করেছিলেন জোয়েল ক্যাম্বেলকে। সেখান থেকেই দুরন্ত গতিতে শট নিয়ে বল জালে জড়িয়ে দেন কোস্টারিকার তারকা ফুটবলার। যদিও এর পর নিজেদের আক্রমণ বাড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ডের ফুটবলাররা। খেলার ৩৯ মিনটের মাথায় প্রতিপক্ষের জালে বলও জড়িয়ে দিয়েছিলেন কিউয়িরা। কিন্তু ফাউলের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। ম্যাচে শেষ ২৩ মিনিটে ১০ জন নিয়ে খেলেছে নিউজিল্যান্ড। ৬৭ মিনিটে কোস্টারিকার ফ্রান্সেসকো কালভোকে ফাউল করেন উইঙ্গার কস্তা বারবারোস। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের হস্তক্ষেপে লাল কার্ড দেখানো হয়। তবু বুক চিতিয়ে লড়াই করেছে নিউজিল্যান্ড। ৭৬ মিনিটে গোলের দারুণ সুযোগ নষ্ট করেন নিকো কিরওয়ান। এদিন কোস্টারিকার গোলপোস্টের নীচে বরাবর সজাগ ছিলেন কেইলর নাভাস। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পেয়েই বিশ্বকাপের টিকিট আদায় করে নেয় কোস্টারিকা।
এই নিয়ে মোট ৬ বার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার সুযোগ করে নিল কোস্টারিকা। ১৯৯০ বিশ্বকাপে অভিষেকের পর ২০০২, ২০০৬, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছে দেশটি। কাতার বিশ্বকাপ নাভাসের কেরিয়ারে তৃতীয় বিশ্বকাপ হতে চলেছে। অন্যদিকে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া পেরুকে হারিয়ে আরও একবার বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিলেও নিউজিল্যান্ড পারল না বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে।
আরও পড়ুন: 'মন্ত্রী' যখন মাঠে 'রাজা', সেঞ্চুরি করেই স্ত্রী-কে চিরকুটে ভালবাসা ছুড়ে দিলেন মনোজ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)