Ranji Trophy: কনকাশন সাব নিয়মের অপব্যবহার, বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়তে পারে ঘরোয়া ক্রিকেটে
BCCI: কনকাশন সাব নিয়মের ফাঁক গলে কি নিজেদের ধকল থেকে বাঁচানোর খেলায় নেমেছেন এক শ্রেণির ক্রিকেটার? প্রশ্ন উঠছে।
সন্দীপ সরকার, কলকাতা: শন অ্যাবটের বাউন্সারে ফিল হিউজের মাথার চোট ও মৃত্যুর পরই নড়েচড়ে বসেছিল ক্রিকেটবিশ্ব। ২০১৯ সালের জুলাইয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC) নিয়ম করে দেয় যে, মাথায় চোট লাগলে কোনও ক্রিকেটার কনকাশন সাব নিতে পারে। যে নিয়ম বলছে, মাথায় চোট পাওয়া কোনও ক্রিকেটারের পরিবর্ত হিসাবে আর একজনে মাঠে নামানো যেতে পারে। ২০১৯ সালের ১ অগাস্ট থেকে যে নিয়ম চালু হয় সব ধরনের, সব ফর্ম্যাটের ক্রিকেটে।
কিন্তু সেই নিয়মের কি অপব্যবহার করা হচ্ছে? কনকাশন সাব নিয়মের ফাঁক গলে কি নিজেদের ধকল থেকে বাঁচানোর খেলায় নেমেছেন এক শ্রেণির ক্রিকেটার?
প্রশ্ন উঠছে। এবং সেই প্রশ্ন তুলছে বাংলা শিবির। এমন কেউ কেউ এই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন, যাঁদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। আধুনিক ক্রিকেটের হাল হকিকত যাঁদের নখদর্পণে।
রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি বাংলা ও মুম্বই (Bengal vs Mumbai)। এলিট গ্রুপ বি-র সবচেয়ে রোমহর্ষক লড়াই হতে পারে যে ম্যাচে। এক দলে মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারদের মতো অভিজ্ঞ এবং সূরয সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, অভিষেক পোড়েলের মতো প্রতিভাবান তরুণ, তো অন্য দলে অজিঙ্ক রাহানে, পৃথ্বী শ, ধবল কুলকার্নি, শিবম দুবের মতো এক সে বড় কর এক নাম।
অথচ সেই ম্যাচের আগে দুই দলের ক্রিকেটীয় দ্বৈরথ ছাপিয়েও শিরোনামে উঠে আসছে বাংলা শিবিরের চাঞ্চল্যকর অভিযোগ। বলা হচ্ছে, ভারতের সিনিয়র, ভারত এ বা আইপিএলে খেলছেন, এরকম ক্রিকেটারেরা ঘরোয়া ক্রিকেটে নিজেদের সেরাটা দিচ্ছেন না। বরং নিজেদের সেরাটা তুলে রাখছেন শুধুমাত্র আন্তর্জাতিক বা আইপিএল ম্যাচের জন্য। এবং কনকাশন সাব নিয়মের অপব্যবহার করা হচ্ছে যথেচ্ছভাবে! যে অভিযোগ তোলপাড় ফেলতে পারে ঘরোয়া ক্রিকেটে। বিশেষ করে এমন একটা সময়ে, যখন ঈশান কিষাণ ইচ্ছাকৃতভাবে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছেন বলে বোর্ডের বিভিন্ন মহলেই চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার বৃষ্টিতে বাংলা ও মুম্বই - দুই দলেরই প্র্যাক্টিস ভেস্তে যায়। জিমে হাল্কা গা ঘামিয়ে মাঠ ছাড়েন দুই দলের ক্রিকেটারেরা। ইডেন ছেড়ে বেরনোর সময় মনোজ বলে যান, 'কনকাশন সাব নিয়মের অপব্যবহার করা হচ্ছে। অনেককেই দেখছি বিভিন্ন চোটের বাহানা দিয়ে ফিল্ডিং করছে না। তারপর ব্যাট করতে নামছে। হয়তো একশো বা দেড়শো করছে। তখন কোনও অস্বস্তি দেখছি না। তারপর দ্বিতীয় ইনিংসে ফের ফিল্ডিং করতে নামছে না। অভিনয় করে বেরিয়ে যাচ্ছে।'
আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠছে বাংলা শিবির থেকে। বলা হচ্ছে, টস করার সময় কয়েন ব্যবহার করা নিয়েও বেনজির কাণ্ড ঘটছে চলতি রঞ্জিতে। কীরকম? জানা গেল, আগে একটিই কয়েন দিয়ে টস করতেন যুযুধান দুই দলের অধিনায়ক। কিন্তু বাংলা বনাম অসম ম্যাচেই হোমটিমের অধিনায়ককে দুটি কয়েন দিয়ে বেছে নিতে বলা হয়েছিল। একটি পাঁচ টাকার ভারি মুদ্রা। অন্যটি অপেক্ষাকৃত হাল্কা। তাতেও হোমটিম সুবিধা পেয়ে যাচ্ছে বলে অভিযোগ বাংলা শিবিরের। কারণ, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত সকলেই নাকি জানেন যে, কোন মুদ্রায় টস করলে মোটামুটিভাবে কী ফল হতে পারে!
এ ব্যাপারে বোর্ডের বা ম্যাচ রেফারির দৃষ্টি আকর্ষণ করেছেন? বঙ্গ অধিনায়ক বলছেন, 'আমার ক্রিকেটীয় সফর শেষ হলেই এটা নিয়ে বলব।' মনোজ আগেই জানিয়েছিলেন, এবারের রঞ্জি ট্রফি খেলেই জুতোজোড়া তুলে রাখবেন। তারপরই কি বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবেন বঙ্গ তারকা?
আরও পড়ুন: হাঁটুর চোট সারিয়ে ফিট, ইডেনে বাংলার বিরুদ্ধেই ২২ গজে ফেরার পথে মুম্বইয়ের তারকা ব্যাটার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে