Ranji Trophy Semifinal: আগুনে স্পেল আবেশের, রঞ্জি সেমিফাইনালে চালকের আসনে মুম্বই, মধ্যপ্রদেশ
BCCI: শনিবার থেকে শুরু হল রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনাল। আর দুই সেমিফাইনালে প্রথম দিনই জমজমাট লড়াই।
মুম্বই: শনিবার থেকে শুরু হল রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনাল। আর দুই সেমিফাইনালে প্রথম দিনই জমজমাট লড়াই। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স ও নাগপুর - দুই মাঠেই প্রথম দিন বোলারদের দাপট। নাগপুরে ১৭০ রানে ঘরের দল বিদর্ভকে অল আউট করে দিল মধ্য প্রদেশ (Vidarbha vs MP)। দুরন্ত বোলিং করলেন পেসার আবেশ খান। অপর সেমিফাইনালে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে মুম্বইয়ের বিরুদ্ধে তামিলনাড়ুর (Mumbai vs TN) প্রথম ইনিংস মাত্র ১৪৬ রানে শেষ হয়ে গেল।
নাগপুরে প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিদর্ভ। ঘরের মাঠের চেনা পরিবেশে বড় স্কোর বোর্ডে তুলে নেওয়াই ছিল অক্ষয় ওয়াদকরদের লক্ষ্য। ফৈয়জ ফজল অবসর নেওয়ার পর এখন যাঁর কাঁধে বিদর্ভের নেতৃত্বের দায়িত্ব। কিন্তু মধ্য প্রদেশের আঁটসাঁট বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না বিদর্ভের ব্যাটাররা। ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়। বিদর্ভের প্রথম ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১৭০ রানে।
বল হাতে আগুলে স্পেল করলেন আবেশ খান। যাঁকে ভারতীয় দলে স্ট্যান্ড বাই হিসাবে দেখা যাচ্ছে হামেশাই। মাত্র ৪৯ রান খরচ করে তিনি তুলে নিলেন ৪ উইকেট। বিদর্ভ ব্যাটারদের মধ্যে একমাত্র লড়াই করলেন করুণ নায়ার। যিনি ভাগ্য ফেরাতে কর্নাটক ছেড়ে এখন বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। শনিবার দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন তিনিই। মধ্য প্রদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কুলবন্ত খেজরোলিয়া ও বেঙ্কটেশ আইয়ার। আইপিএলের ঠিক আগে যা দেখলে কলকাতা নাইট রাইডার্স শিবির উচ্ছ্বসিত হবে। আইপিএলে দুজনই যে নাইট পরিবারের সদস্য।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই যশ দুবের উইকেট হারিয়েছে মধ্য প্রদেশ। ওপেনারকে তুলে নেন অভিজ্ঞ ফাস্টবোলার উমেশ যাদব। প্রথম দিনের শেষে মধ্য প্রদেশের স্কোর ৪৭/১। বিদর্ভের চেয়ে এখনও ১২৩ রানে পিছিয়ে তারা।
দ্বিতীয় সেমিফাইনালে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন চালকের আসনে মুম্বই। এই ম্যাচে খেলছেন শ্রেয়স আইয়ার। তবে প্রথম দিন ব্যাটিং করার সুযোগ হয়নি শ্রেয়সের। তামিলনাড়ু ১৪৬ রানে অল আউট হয়ে যায়। তুষার দেশপাণ্ডের তিন উইকেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে মুম্বইয়ের রান ৪৫/২। পৃথ্বী শ ও ভূপেন লালওয়ানি - মুম্বইয়ের দুই ওপেনারই ফিরে গিয়েছেন। দিনের শেষে ক্রিজে রয়েছেন মুশীর খান (২৪ ব্যাটিং) ও মোহিত অবস্থি (১ ব্যাটিং)।
আরও পড়ুন: ৪৮ বছর বয়সে তৃতীয় সন্তানের বাবা হলেন শোয়েব আখতার, ঘর আলো করে এল কন্যা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে