এক্সপ্লোর
Advertisement
বাইশ গজে ভাল ফল করলে র্যাঙ্কিংয়ের উন্নতি এমনিই হবে:বিরাট কোহলি
বেঙ্গালুরু: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজের ফল যদি ৪-০ করতে পারে ভারত, তাহলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে স্বাভাবিকভাবেই প্রথমস্থানে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া।কিন্তু ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলির কাছে ভারতের র্যাঙ্কিংয়ের চেয়ে এইমুহূর্তে অনেক বেশি গুরুত্বপূর্ণ মাঠে ভাল ফল করা। তিনি মনে করেন ভাল খেললে র্যাঙ্কিংয়ের উন্নতি স্বাভাবিক ভাবেই হবে।
কোহলি মনে করেন, বিশ্বের কোনও দেশই র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকবে, সেই লক্ষ্য নিয়ে মাঠে নামে না। প্রত্যেকেই বাইশ গজে ভাল ক্রিকেট খেলার জন্যে মাঠে নামেন।
প্রসঙ্গত, কোনও দল যদি দীর্ঘদিন ধরে ভাল না খেলে, তাহলে নিয়মমতোই তাঁরা প্রথমস্থান থেকে দ্বিতীয়স্থানে চলে যাবে। ভাল পারফর্ম না করলে, কোনও দলেরই শেষপর্যন্ত র্যাঙ্কিংয়ের ওপর কোনও নিয়ন্ত্রণ থাকে না। মঙ্গলবার মধ্যরাতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে একথা বলেন কোহলি।
বিরাটের দাবি, প্রসঙ্গত এই র্যাঙ্কিংগুলো হচ্ছে ভাল খেলার ইনসেন্টিভ। এছাড়াও ভারতীয় দলের কোচ হিসেবে অনিল কুম্বলের আসায় বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয় নিয়ে বিশেষ আশাবাদী টিম ইন্ডিয়া। কোহলি মনে করেন, কুম্বলের আসায় দলের বোলাররা অনেক চাঙ্গা হয়েছেন। যেহেতু তিনি দেশ ও বিদেশের মাটিতে একাধিক টেস্ট ম্যাচ খেলেছেন ও ভারতকে জিতিয়েছেন, তাই তাঁর অভিজ্ঞতা অনস্বীকার্য।
কোহলির দাবি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁদের শেষ টেস্ট থেকে তাঁরা অনেক কিছু শিখেছেন। যেমন বিরতির আগে বা পরে উইকেট না হারানো। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই জয়ের জন্যে তৈরি হচ্ছে কোহলি ব্রিগেড।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement