এক্সপ্লোর
কাঁধে চোট, আইপিএল-এর উদ্বোধনে নেই রণবীর সিংহ
![কাঁধে চোট, আইপিএল-এর উদ্বোধনে নেই রণবীর সিংহ Ranvir singh not to perform at IPL opening ceremony due to injury কাঁধে চোট, আইপিএল-এর উদ্বোধনে নেই রণবীর সিংহ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/10144424/ranveer-singh.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সম্প্রতি কাঁধে গুরুতর চোটের জেরে কাবু রণবীর সিংহ। সূত্রের খবর, আঘাত এতটাই গুরুতর যে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারবেন রণবীর সিংহ। অভিনেতার মুখপাত্র এক বিবৃতি দিয়ে একথা জানিয়ে দিয়েছেন।
রণবীর যে চিকিৎসককে দেখিয়েছেন, তিনি আপাতত অভিনেতাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। কাঁধের ওপর চাপ পড়ে, এমন কোনও কাজ এখন করতে রণবীরকে নিষেধ করেছেন ডাক্তার।একটি ফুটবল ম্যাচ চলাকালে কাঁধে চোট পান অভিনেতা। তার জেরেই এই বিপত্তি। এদিকে আগামী ৭ এপ্রিল আইপিএল-এর উদ্বোধনে পারফর্ম করার কথা ছিল রণবীরের। সেটাই বাতিল হয়ে গেল।
তবে আইপিএল-এ পারফর্ম না করলেও, 'গালি বয়'-এর শ্যুটিং চালিয়ে যাবেন রণবীর। কারণ ছবির কোনও অ্যাকশন দৃশ্যের শ্যুট আপাতত বাকি নেই। কথা বার্তা রয়েছে এমন কিছু দৃশ্যের শ্যুটিংই বাকি রয়েছে। 'গালি বয়' ছাড়াও এইমুহূর্তে রণবীরের হাতে রয়েছে 'সিম্বা' এবং '৮৩'-র মতো বিগ বাজেট দুটি ছবি। '৮৩'-তে কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)