Ravindra Jadeja on Rishabh Pant: পাকিস্তানের বিরুদ্ধে পন্থের না খেলা নিয়ে কী বললেন জাডেজা?
Rishabh Pant: পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার একাদশে সুযোগ পাননি ঋষভ পন্থ। তাঁর বদলে দীনেশ কার্তিকই দলে বিশেষজ্ঞ উইকেটকিপার হিসাবে সুযোগ পান।

দুবাই: এশিয়া কাপে (Asia Cup 2022) পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল রবিবার পাঁচ উইকেটে দুরন্ত ভঙ্গিমায় ম্যাচ জিতেছে। আজ, হংকংয়ের বিরুদ্ধে জিতলেই সুপার ফোরে ভারতের জায়গা পাকা। তবে সেই ম্যাচের আগেও পাকিস্তান ম্যাচে ভারতের এক সিদ্ধান্ত বারবার ঘুরেফিরে সামনে আসছে। পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার একাদশে সুযোগ পাননি ঋষভ পন্থ (Rishabh Pant)। হংকংয়ের বিরুদ্ধেও তিনি দলে জায়গা পাবেন কি না সেই নিয়ে সন্দেহ রয়েছে। হংকং ম্য়াচের আগে সাংবাদিক সম্মেলনে রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) পন্থের বিষয়ে প্রশ্ন করা হয়।
কেন বাদ পড়েছিলেন পন্থ?
কেন প্রথম একাদশ থেকে বাদ পড়লেন পন্থ, সাংবাদিকের এই প্রশ্নের জবাবে জাডেজার উত্তর, 'আমি এই বিষয়ে বিন্দুমাত্র কিছু জানি না। এই প্রশ্নটাই আমার আওতার বাইরে।' জাডেজার এমন জবাব শুনে উপস্থিত সকলেই বিস্মিত হয়ে যান। দলের সদস্য হিসাবে পন্থের বাদ যাওয়া নিয়ে জাডেজার কিছুটা হলেও জানার কথা। কিন্তু তিনি এমন জবাব দেওয়ায় পন্থের বাদ পড়ার আসল কারণ নিয়ে জল্পনা এখনও অব্যাহত। হংকংয়ের বিরুদ্ধেও পন্থ খেলবেন কি না, সেই নিয়ে স্পষ্ট তেন কোনও ইঙ্গিত নেই।
হংকংয়ের বিরুদ্ধে নামছে ভারত
তুলনামূলক দুর্বল হংকংয়ের বিরুদ্ধে ভারতীয় দলের একাদশে বেশ কিছু বদল হতেই পারে। তবে খুব বেশি বদল টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট করবে বলে মনে হয় না। তবে খাতায় কলমে হংকংকে দুর্বল প্রতিপক্ষ মনে হলেও, চার বছর আগে একই মাঠে এই দুই দলের সাক্ষাতে কিন্তু হংকং দারুণ লড়াই করেছিল এবং একটা সময় ভারতকে চাপেও ফেলে দিয়েছিল বটে। বর্তমান হংকং অধিনায়ক নিজাখাত খান ৯২ রানের ইনিংস খেলেছিলেন। শেষমেশ ভারত মাত্র ২৬ রানেই ম্যাচ জিততে পেরেছিল। তবে তা ছিল ৫০ ওভারের ম্যাচ, আজকের মতো টি-টোয়েন্টি নয়। কিন্তু অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে হংকং কিন্তু আজ ভারতকে আবারও চাপে ফেলতেই পারে।
ভারতীয় ম্যানেজমেন্ট যে হংকংকে হালকাভাবে নিচ্ছে না, তা অবশ্য জাডেজার কথায় স্পষ্ট। আজকের ম্যাচ সম্পর্কে কথা বলতে গিয়ে জাডেজা বলেন, 'নিঃসন্দেহে আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব এবং ওদের কিন্তু হালকাভাবে আমরা একেবারেই নিচ্ছি না। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনও দিন যা কিছু হতে পারে। তাই ইতিবাচক খেলে ম্যাচ জেতাটাই আমাদের লক্ষ্য।'
আরও পড়ুন: চার বছর আগের মতো কি আবার ভারতকে বেগ দেবে হংকং? কোথায়, কখন দেখবেন দুই দলের লড়াই?






















