এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ind vs Aus, T20 Series: টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকেই গেলেন মাথায় চোট পাওয়া জাডেজা, পরিবর্ত শার্দুল
জাডেজার কনকাশন সাব হিসাবে শুক্রবার মাঠে নামেন যুজবেন্দ্র চাহাল। জাডেজার পরিবর্তে তিনি ৪ ওভার বোলিং করে মাত্র ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। ম্যাচের সেরা হন চাহালই।
![Ind vs Aus, T20 Series: টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকেই গেলেন মাথায় চোট পাওয়া জাডেজা, পরিবর্ত শার্দুল Ravindra Jadeja ruled out of India vs Australia T20 Series Shardul Thakur added to Team India squad for T20I series against Australia Ind vs Aus, T20 Series: টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকেই গেলেন মাথায় চোট পাওয়া জাডেজা, পরিবর্ত শার্দুল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/05043650/Jadeja.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ক্যানবেরা: মাথায় চোট পেয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকেই গেলেন রবীন্দ্র জাডেজা। তাঁর পরিবর্তে সিরিজের বাকি দুটি ম্যাচের দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার শার্দুল ঠাকুর।
শুক্রবার ভারতীয় ইনিংসের শেষ ওভারের ঘটনা। অস্ট্রেলিয়ার ফাস্টবোলার মিচেল স্টার্কের বাউন্সার জাডেজার ব্যাটের উপরিভাগে লেগে হেলমেটে আছড়ে পড়ে। স্টার্ক এমনিতেই আগুনে গতিতে বল করেন। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের নায়ককে বিশ্বের অন্যতম সেরা ফাস্টবোলার মনে করা হয়। তাঁর বলের গতি এতটাই বেশি ছিল যে, জাডেজার হেলমেটে লাগার পর বলটি উড়ে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। যদিও সেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলে যাওয়া মোজেস অনরিকস ফিল্ডিং করছিলেন এবং তিনি ক্যাচটি ধরতে পারেননি। বেঁচে যান জাডেজা। সেই ওভারে স্টার্ককে পরপর দুই বলে দুটি বাউন্ডারিও মারেন তিনি।
ভারতীয় ইনিংসের শেষে জানা যায়, কনকাশনের শিকার জাডেজা। যার অর্থ, মাথায় আঘাত লাগায় তিনি কিছুটা ধোঁয়াটে দেখছেন। ফিল হিউজের মৃত্যুর পর থেকে কনকাশন নিয়ে কড়াকড়ি করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। এখন আইসিসি-র নিয়ম অনুযায়ী, কেউ মাথায় আঘাত পেয়ে কনকাশনের শিকার হলে, তাঁর পরিবর্তে অন্য ক্রিকেটার মাঠে নামতে পারবেন। শুধু তাই নয়, পরিবর্ত ক্রিকেটার চোট পাওয়া প্লেয়ারের পরিবর্তে ব্যাটিং ও বোলিংও করতে পারবেন।
জাডেজার কনকাশন সাব হিসাবে শুক্রবার মাঠে নামেন যুজবেন্দ্র চাহাল। জাডেজার পরিবর্তে তিনি ৪ ওভার বোলিং করে মাত্র ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। ম্যাচের সেরা হন চাহালই। তবে, বিতর্ক শুরু হয় চাহালের খেলা নিয়ে। অস্ট্রেলিয়া ইনিংসের শুরুতে চাহালের খেলার কথা ঘোষণা হতেই অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারকে দেখা যায় ম্যাচ রেফারি ডেভিড বুনের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলছেন। যদিও কনকাশন সাব নিয়মকে অগ্রাহ্য করতে পারেননি বুন। যদিও ঘটনার পর থেকে ভারত ও অস্ট্রেলিয়া, দুই শিবিরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। টম মুডির মতো প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার প্রশ্ন তোলেন, কেন জাডেজা চোট পাওয়ার পর মাঠে কোনও চিকিৎসককে দেখা গেল না। আবার আকাশ চোপড়া, রোহন গাওস্কররা সমর্থনের সুরে বলেন, কনকাশন নিয়ে সতর্কতা নেওয়াই উচিত।
তবে সব বিতর্কের অবসান ঘটল ভারতীয় বোর্ডের বক্তব্য়ে। বোর্ড জানিয়ে দিল, জাডেজা পুরো ফিট নন। তিনি টি-টোয়েন্টি সিরিজে আর খেলতে পারবেন না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)