Rawalpindi Test: ২ ইনিংসেই শতরান ইমাম উল হকের, ঐতিহাসিক রাওয়ালপিণ্ডি টেস্ট ড্র
রাওয়ালপিণ্ডিতে ঐতিহাসিক সেই টেস্ট ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়ে গেল। ২ ইনিংসেই দুর্দান্ত শতরান করলেন পাকিস্তানের তরুণ ওপেনার ইমাম উল হক। প্রথম ইনিংসে ১৫৭ রান করেছিলেন ইমাম।
![Rawalpindi Test: ২ ইনিংসেই শতরান ইমাম উল হকের, ঐতিহাসিক রাওয়ালপিণ্ডি টেস্ট ড্র Rawalpindi Test: Australia's first Test in Pakistan in 24 years ends in draw, know details Rawalpindi Test: ২ ইনিংসেই শতরান ইমাম উল হকের, ঐতিহাসিক রাওয়ালপিণ্ডি টেস্ট ড্র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/08/d977402b141878c305cd287cb4f3a973_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাওয়ালপিণ্ডি: ২৪ বছর বাদে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া। রাওয়ালপিণ্ডিতে ঐতিহাসিক সেই টেস্ট ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়ে গেল। ২ ইনিংসেই দুর্দান্ত শতরান করলেন পাকিস্তানের তরুণ ওপেনার ইমাম উল হক। প্রথম ইনিংসে ১৫৭ রান করেছিলেন ইমাম। দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে এল অপরাজিত ১১১ রানের ইনিংস। ২০১৯ সালে নভেম্বর মাসের পর ইমামের ব্য়াট থেকে এই প্রথম কোনও টেস্টে শতরান এল।
প্রথম ইনিংসে পাকিস্তান বোর্ডে তুলেছিল ৪ উইকেট হারিয়ে ৪৭৬ রান। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৫৯ রানে। ৯০ রানের ইনিংস খেলেন লাবুশেন। ৭৮ রানে ফেরেন স্টিভ স্মিথ। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে বিনা উইকেটে ২৫২ রান বোর্ডে তুলে নিয়েছিল পাকিস্তান শেষ দিনে। শেষ পর্যন্ত আম্পায়ার আলিম দারের সঙ্গে কথা বলেই প্যাট কামিন্স ও পাক অধিনায়ক বাবর আজমের সম্মতিতে ম্যাচে ইতি টানা হয়।
চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৪৪৯। সোমবার অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন মার্নাস ল্যাবুশেন। ৯০ করে তিনি আউট হয়ে গিয়েছেন। স্টিভ স্মিথ (Steve Smith) হাফসেঞ্চুরি করেন। তবে যখন মনে করা হচ্ছিল তিনি সেঞ্চুরি করবেন, তখনই আউট হয়ে যান স্মিথ। ৭৮ রান করে। তবে পাকিস্তান বোলাররা চাপে ফেলতে পারেননি অজিদের। আজহার আলি, ইমাম উল হকরা বড় রানের ইনিংস খেলে ডিক্লেয়ার করলেও, কাজের কাজ কিছুই হয়নি। বরং রাওয়ালপিণ্ডিতে পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ড্র হওয়ার পথে এগিয়েছিল গতকালই।
ইমাম ও শাফিক পাকিস্তানের প্রথম ওপেনিং জুটি যাঁরা টেস্ট ম্যাচের ২ ইনিংসেই সেঞ্চুরি পার্টনারশিপ গড়েছেন বোর্ডে। প্রথম ইনিংসেও ২ জনে মিলে ১০৫ রান বোর্ডে তুলেছিলেন। উল্লেখ্য, গত ২৪ বছরে একবারও অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খেলতে পাকিস্তানে আসেনি। তাই এই সিরিজ ২ দলের কাছেই ভীষণ ঐতিহাসিক।
আরো পড়ুন: ফের ২২ গজে এবিডি! যোগ দিচ্ছেন আরসিবিতে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)