এক্সপ্লোর
Advertisement
আরসিবি-কে আইপিএল ফাইনালে তুললেন এবি
বেঙ্গালুরু: এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং শৌর্যে প্রথম কোয়ালিফায়ারে গুজরাত লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে এবারের আইপিএল-এর ফাইনালে উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই নিয়ে তৃতীয়বার আইপিএল-এর ফাইনালে গেল বিরাট কোহলির দল। আগের দু বারই শূন্য হাতে ফিরতে হয়েছিল। তবে এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে আরসিবি।
এদিন প্রথমে ব্যাট করে ১৫৮ রান করে গুজরাত। ডোয়েন স্মিথ (৭৩) একাই দলকে টানেন। বাকিরা কেউই সেভাবে রান করতে পারেননি। অধিনায়ক সুরেশ রায়না (১), ব্রেন্ডন ম্যাকালাম (১), রবীন্দ্র জাদেজা (৩), ডোয়েন ব্র্যাভো (৮) ব্যর্থ হন। শেন ওয়াটসন ২৯ রানে ৪ উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অপ্রত্যাশিতভাবে শূন্য রানে আউট হয়ে যান কোহলি। ক্রিস গেইলও (৯) বেশিক্ষণ টিকতে পারেননি। এরপরেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। মাত্র ২৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আরসিবি-র বিখ্যাত ব্যাটিং লাইন আপ। এই সময় দলের হাল ধরেন ডিভিলিয়ার্স (অপরাজিত ৭৯)। প্রথমে স্টুয়ার্ট বিনি (২১) এবং পরে ইকবাল আবদুল্লাকে (অপরাজিত ৩৩) সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এবিডি।
গুজরাতের বোলারদের মধ্যে একমাত্র ধবল কুলকার্নি নজর কেড়েছেন। তিনি মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন। বাকিরা সবাই ডিভিলিয়ার্সের তাণ্ডবের সামনে অসহায় হয়ে পড়েন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement