Sergio Ramos tested covid positive: করোনায় আক্রান্ত রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস !
চোট থাকায় কদিন আগে বার্সেলোনার বিরুদ্ধে এল ক্লাসিকোতে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের অধিনায়ক। তবে সার্জিও রামোস হাজির ছিলেন গ্যালারিতে।
মাদ্রিদ: আন্তর্জাতিক ফুটবলে ফের একবার করোনার থাবা। মারণ ভাইরাসের কবলে এবার সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বিবৃতি জারি করে যে খবর জানানো হয়েছে। চোট থাকায় কদিন আগে বার্সেলোনার বিরুদ্ধে এল ক্লাসিকোতে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের অধিনায়ক। তবে তিনি হাজির ছিলেন গ্যালারিতে।
চোট সারিয়ে লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে খেলার কথা ছিল তাঁর। তবে ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে শেষপর্বের শারীরিক পরীক্ষায় তাঁর কোভিড ধরা পড়ে। যার জেরে আপাতত দশ দিন আইসোলেশনে থাকতে হবে স্প্যানিশ ফুটবলারকে।
করোনার ধাক্কা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবল ফিরলেও দর্শকশূন্য গ্যালারিতেই খেলা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের যাবতীয় ম্যাচ। তার মাঝেও রামোস করোনা আক্রান্ত হওয়ায় চিন্তার ভাঁজ সবমহলে। কোভিডের প্রথম ঢেউয়ের সময় মৃত্যুহার রে দেশগুলোতে ছিল সবথেকে বেশি, তার মধ্যে অন্যতম ছিল স্পেন। দ্বিতীয় ঢেউও সেখানে ক্রমশ ভয়াল হচ্ছে।
কোভিডের কালো ছায়া ফের একবার ভয়ঙ্কর প্রভাব ফেলছে গোটা বিশ্বেই। মঙ্গলবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দুঃসংবাদও। 'হু' জানিয়েছে করোনার কবল থেকে নিস্তার কবে মিলবে, বলা মুশকিল।
করোনার প্রথম ধাক্কা বছর শুরুর দিকে পরিস্থিতি বাগে আসার ইঙ্গিত মিলছিল। টিকাকরণ ও কোভিড সংক্রন্ত বিধি মানায় অনেকটায় রাশ টানা গিয়েছিল করোনা ভাইরাসে। কিন্তু 'লাগাম আলগা' হতেই ফের বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনা। যা নিয়ে চিন্তায় খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্বের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন 'হু' ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস বলেন , ''জানুয়ারি ও ফেব্রুয়ারিতে টানা ৬ সপ্তাহ করোনার গ্রাফ কমতে দেখা গিয়েছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, টানা সাত সপ্তাহ ধরে বিশ্বে ফের উর্ধ্বমুখী করোনা পরিস্থিতি। টানা চার সপ্তাহ বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ছিল সবথেকে বেশি। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বিশ্বে ভাইরাস নির্মূল হতে এখনও সময় লাগবে'।