Neeraj Chopra: কাতারে ডায়মন্ড লিগে ট্র্যাকে ফিরতে চলেছেন নীরজ চোপড়া
Neeraj Chopra Update: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্স থেকে সোনা জিতেছিলেন নীরজ। পানিপথের তরুণই একমাত্র ভারতীয় যিনি ডায়মন্ড লিগেও খেতাব জিতেছেন।
কাতার: চলতি বছরের ওয়ান্ডা ডায়মন্ড লিগে (Diamond League 2023) ট্র্য়াক অ্যান্ড ফিল্ডে ফিরতে চলেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। দোহার কাতার স্পোর্টস ক্লাবে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্স থেকে সোনা জিতেছিলেন নীরজ। পানিপথের তরুণই একমাত্র ভারতীয় যিনি ডায়মন্ড লিগেও খেতাব জিতেছেন।
গত বছর জুরিখে ডায়মন্ড ট্রফি জিতেছিলেন নীরজ চোপড়া। সেবার ৮৮.৪৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন তিনি। এরপর থেকে আর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামতে দেখা যায়নি নীরজকে। ভারতীয় তরুণ ছাড়াও আসন্ন ডায়মন্ড লিগে অলিম্পিক্স খেলা প্রচুর তারকা অ্যাথলিটকে দেখা যাবে।
কিছুদিন আগেই মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার প্রতিবাদে সরব হয়েছিলেন নীরজ চোপড়া। দেশের মহিলা কুস্তিগীরদের আন্দোলন সাম্প্রতিক সময়ে আলোড়ন ফেলে দিয়েছে। দেশের কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন সাতজন মহিলা কুস্তিগীর। যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভেও বসেছেন তারা। সেখানে কুস্তিগীরদের পাশে এসে দাঁড়িয়েছেন ভিনেশ ফোগাত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো তারকা কুস্তিগীররা। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে সোশ্য়াল মিডিয়ায় বার্তা দিলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ বার্তা দিয়েছেন, ''এটা খুবই স্পর্শকাতর বিষয়। নমনীয়তা এবং কোনওরকম পক্ষপাতদুষ্ট না হয়ে স্বচ্ছতার সঙ্গেই বিষয়টি দেখা উচিত। সংস্থার উচিত, দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং ন্যায়বিচার করা।''
টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) পুরুষদের জ্যাভেলিন থ্রো–তে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। অলিম্পিকে ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসেবে তিনি সোনা জিতেছিলেন। তবে অলিম্পিকে সোনাজয়ী ভারতীয়দের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। প্রথম সোনা জেতেন অভিনব বিন্দ্রা।
অলিম্পিক্সের পর পাভো নুরমি গেমসে দ্বিতীয় চেষ্টায় ৮৯.৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন ভারতীয় তারকা। অর্থাৎ যে থ্রোয়ের জন্য অলিম্পিক্সে সোনা পেয়েছিলেন, তার থেকেও বেশি দূরত্ব পার করেছেন। সেই থ্রোয়ের জন্যই রুপো জিতেছেন।
অলিম্পিক্সের পর প্রথম থ্রোয়েই ৮৬.৯২ মিটার অতিক্রম করেছিলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজের জ্যাভেলিন। ফিনল্যান্ডের পাভো নুরমিতে দ্বিতীয় থ্রোয়েই জাতীয় রেকর্ড গড়েন ভারতের তারকা অ্যাথলিট। ৮৯.৩ মিটার ছোড়েন। সেই থ্রোয়ের জন্যই রুপো জিতেছিলেন নীরজ। ৮৯.৮৩ মিটার থ্রোয়ের সৌজন্যে সোনা জিতেছিলেন স্থানীয় ফেভারিট অলিভার হেলানডার।