KKR Dressing Room: দুর্দান্ত জয়ের পর শাহরুখের অনুরোধে সাজঘরে গায়কের ভূমিকায় রিঙ্কু, গাইলেন কেকেআরের অ্যান্থেম
KKR vs RCB: আরিসিবিকে ৮১ রানের বিরাট ব্যবধানে পরাজিত করে মরসুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তুলল কেকেআর।
কলকাতা: আরসিবির বিরুদ্ধে ৮১ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে কেকেআর (KKR vs RCB)। ম্যাচের পরেই সাজঘরে আনন্দে ভাসে গোটা কেকেআর দল। তবে শুধু কেকেআর খেলোয়াড় বা ম্যানেজমেন্ট নয়, তাঁদের সঙ্গে সাজঘরে উপস্থিত ছিলেন দলের অন্যতম কর্ণধার শাহরুখ খানও (Shahrukh Khan)। তাঁর অনুরোধেই দলের জয়ের অন্যতম নায়ক রিঙ্কু সিংহকে (Rinku Singh) গান করতে দেখা যায়।
নাইট সাজঘরে গায়ক রিঙ্কু
শাহরুখ খানের অনুরোধে রিঙ্কু সাজঘরে দলের অ্যান্থেম গান, 'বুকে হাত রেখে গান করা হোক। কেকেআরের হয়ে খেলাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। ইডেন গার্ডেন্স থেকে সর্বত্র, আমরা খেলি কেকেআরের হয়ে। আমরা রক্তে রয়েছে বেগুনি.....' অবশ্য গোটা দল তাঁকে সঙ্গ দেয়। সেই ভিডিও কেকেআরের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে। অবশ্য উত্তরপ্রদেশের ব্যাটার কিন্তু প্রথমে গান করতে রাজি হননি। শাহরুখের অনুরোধ এবং পরে দলের সকলে তাঁকে সঙ্গ দেওয়ার কথা দিলে তবেই রিঙ্কু গান গাইতে রাজি হন।
অভিষেকেই ম্যাজিশিয়ান সুয়াশ
সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী আর এবার সুয়াশ শর্মা। কেকেআর শিবিরে আরও এক রহস্যময় স্পিনার। যাঁর বলের গতি, লাইন, লেংথ কিছুই বুঝে ওঠা দায়। অনুশীলনেই নজর কেড়েছিলেন সবার। এবার প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেই তুলে নিলেন তিন তিনটি উইকেট। আরসিবির বিরুদ্ধে ইডেনে নিজেদের প্রথম হােম ম্যাচ খেলতে নেমেছিল কেকেআর। বিরাট কোহলির দলের বিরুদ্ধে ৮১ রানে জয় ছিনিয়ে নেয় কেকেআর। আর সেই ম্যাচেই দুরন্ত পারফর্ম করে তিন তিনটি উইকেট তুলে নিলেন।
বয়স সদ্য উনিশ পেরিয়েছে। ২০০৩ সালের ১৫ মে দিল্লিতে জন্ম সুয়াশের। ছোটে থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট এ ক্রিকেটে একটিও ম্যাচ খেলেননি। অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৫ দলে খেললেও এখনও কোনও রাজ্য দলে খেলার সুযোগ পাননি সুয়াশ। কেকেআরের ক্যাম্পে প্রথমবার নীতিশ রানার সঙ্গে পরিচয় হয় সুয়াশের। কেকেআর অধিনায়ক নিজেও জানিয়েছেন যে সেই ক্যাম্পে সুয়াশের বোলিং দেখেই তাঁকে খেলানোর বিষয় ভাবনা চিন্তা করেছিলেন। এদিন নিজের ৪ ওভারের স্পেলে সুয়াশ ৩০ রান খরচ করলেও ৩ উইকেট তুলে নেন। শিকারের তালিকায় অভিজ্ঞ দীনেশ কার্তিক রয়েছেন। বাকি ২ জন অনুজ রাওয়াত ও করণ শর্মা।
আরও পড়ুন: চাপে পড়েও অনবদ্য জয়, দলের লড়াকু মানসিকতাকে কুর্নিশ নাইট অধিনায়ক রানার