এক্সপ্লোর
Advertisement
রিও অলিম্পিক:গেমস ভিলেজে কোনও ঘর বরাদ্দ করা হয়নি লিয়েন্ডার পেজকে, ক্ষুব্ধ টেনিস তারকা
রিও দি জেনেইরো: ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ অলিম্পিকে অংশ নিতে এখন রয়েছেন রিও দি জেনেইরোতে। সূত্রের খবর, গেমস ভিলেজে কোনও ঘর বরাদ্দ করা হয়নি ভারতীয় এই টেনিস তারকাকে। এরআগে ছ বার অলিম্পিকে অংশ নিয়েছেন পেজ, বৃহস্পতিবার রিও এসে পৌঁছেছেন এবারের গেমস-এ অংশ নিতে। কিন্তু এসে দেখেন ভিলেজে তাঁর জন্যে কোনও ঘর বরাদ্দ রাখা হয়নি। অলিম্পিক আয়োজকদের এধরনের আচরণে মারাত্মক ক্ষুব্ধ লিয়েন্ডার, এক সাক্ষাত্কারে স্বয়ং একথা জানিয়েছেন, টেনিস তারকা। পেজকে সমর্থন করে জিশান আলি জানিয়েছেন, টেনিস তারকা একবারও বলেননি তিনি গেমস ভিলেজে থাকতে চান না।
লিয়েন্ডার ক্ষোভপ্রকাশ করে জানিয়েছে, ভারতের হয়ে এরআগে ছটি অলিম্পিকে অংশ নিয়েছেন তিনি। তিনি এখানে আসার আগে নিউইয়র্কে একটি টুর্নামেন্ট খেলছিলেন। ম্যাচ শেষ হতেই প্রথম বিমান ধরেই রিও এসে পৌঁছোন এবারের অলিম্পিকে অংশ নিতে। সেখানে তিনি এখানে এসে দেখেন, তার জন্যে কোনও ঘর ভিলেজে বরাদ্দ নেই।
প্রসঙ্গত, ভিলেজে যে অ্যাপার্টমেন্টে থাকতে দেওয়া হয়েছিল পেজকে, সেখানে একটা ঘরে রয়েছেন জিশান আলি, অপর একটাতে রয়েছেন রোহন বোপান্না এবং আরেকটা ঘরে থাকছেন দলের চিকিত্সক।
এরমধ্যে শোনা গিয়েছিল রোহনের সঙ্গে ঘর ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল পেজকে, এবং তিনি বোপান্নার সঙ্গে থাকতে অস্বীকার করেন। কিন্তু এই দাবির কোনও সত্যতা এখনও প্রমাণ হয়নি।
সূত্রের খবর, প্রথমে অলিম্পিকে ডাবলসে রোহনের সঙ্গে জুটি হিসেবে খেলার কথা ছিল পেজ-এর। কিন্তু তিনি ব্রাজিল দেরিতে এসে পৌঁছনোয়, বোপান্না সানিয়া মির্জা এবং সার্বিয়ার নেনাদ জিমোনজিকের সঙ্গে অনুশীলন করতে বাধ্য হন।
সংবাদসংস্থার দাবি, পেজ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে আর্জি জানিয়েছিলেন, তিনি বোপান্নার সঙ্গে ভিলেজে এক ফ্ল্যাটে থাকতে চান না। কারণ, সম্প্রতি তাঁদের সম্পর্ক ভাল নেই। সূত্রের খবর, বোপান্না, যিনি এইমুহূর্তে ভারতীয় টেনিসের ডাবলসের শীর্ষে রয়েছেন, তিনি লিয়েন্ডারের সঙ্গে জুটি বাঁধতে অস্বীকার করেছিলেন। তার জায়গায় তিনি সকেথ মিনেনির নাম সুপারিশ করেছিলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে। যদিও এআইটিএ সেই আর্জি নাকচ করে পেজকেই বোপান্নার পার্টনার করেছেন রিও অলিম্পিকে।
তবে এই নিয়ে প্রথমবার কোনও ভারতীয় প্লেয়াররা অলিম্পিক ভিলেজে সমস্যার সম্মুখীন হলেন না। এরআগে, ভারতীয় হকি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ভিলেজে পর্যাপ্ত সংখ্যায় চেয়ার ও টিভির সেট নেই তাঁদের জন্যে। এছাড়াও হকি প্লেয়াররা যেখানে ছিলেন, সেই ঘরগুলোও সঠিকভাবে সজ্জিত ছিল না।
ভারত ছাড়াও রিও অলিম্পিকের আয়োজক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অস্ট্রেলিয়া সহ অন্য আরও বেশ কিছু দলের প্লেয়াররাও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement