এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
'বেস্ট বেবিসিটার'! বক্সিং ডে টেস্টে স্লেজিংকাণ্ডের পর টিম পেইনের সন্তানদের সঙ্গে ঋষভ,ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
সিডনি: অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে স্লেজিং একটা অন্যতম বিষয়। ক্রিকেট ইতিহাসে এর ভুরিভুরি উদাহরণ রয়েছে। কিন্তু সদ্যসমাপ্ত মেলবোর্ন টেস্টে ভারতীয় দলের উইকেটরক্ষক ও অস্ট্রেলিয়া দলের অধিনায়ক টিম পেইনের মধ্যে বাগযুদ্ধ এক নয়ামাত্রা পেল।
সিরিজের তৃতীয় টেস্টে ব্যাট করতে নামলে ঋষভের মনঃসংযোগ ভাঙতে স্লেজিং শুরু করেন পেইন। তিনি উইকেটরক্ষক। তাই স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে বিভিন্ন কথাবার্তায় ব্যাটসম্যানের ধৈর্য্যভঙ্গ করার চেষ্টা করেন। ঋষভ বাচ্চাদের দেখভাল করতে পারেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে বিরক্তি উত্পাদনের চেষ্টা করেন। পাল্টা অজি ইনিংস পেইন ব্যাট করতে নামলে ভারতের উইকেটরক্ষক ঋষভ স্লেজিং করেন। তিনি পেইনের বেবিসিটার মন্তব্যের পাল্টা হিলেবে তাঁকে অস্থায়ী অধিনায়ক বলে কটাক্ষ করেন।
মেলবোর্ন টেস্টে জিতে ভারত সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। পেইন সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁর স্ত্রী বোনি পেইন ও দুই সন্তানকে। আর এরপর কী হল জানেন!
ঋষভ তাঁদের সঙ্গে ছবি তুললেন।
আইসিসি তাদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ওই ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লেখা- চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।
সবচেয়ে দেখার বিষয় যে, ঋষভের কোলে রয়েছেন টিম পেইনের সন্তান। বক্সিং ডে টেস্টে পেইন ভারতের একদিনের দল থেকে বাদ পড়া নিয়ে ঋষভকে কটাক্ষ করেছিলেন। পেইন বলেছিলেন, একদিনের সিরিজের জন্য ধোনি চলে এসেছেন। ওকে হ্যারিকেন্স (হোবার্ট) দলে নেওয়া দরকার। ওদের একটা ব্যাটসম্যানের দরকার। এতে তোমার অস্ট্রেলিয়ায় ছুটির মেয়াদ বেড়ে যাবে। হোবার্ট খুব সুন্দর শহর। সেইসঙ্গে পেইন আরও বলেছিলেন, তুমি কি বেবিসিট করতে পারে। আমি স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যাব। তুমি বাচ্চাদের দেখশোনা করবে।Tim Paine to @RishabPant777 at Boxing Day Test: "You babysit? I'll take the wife to the movies one night, you'll look after the kids?"
*Challenge accepted!* ???? (???? Mrs Bonnie Paine) pic.twitter.com/QkMg4DCyDT — ICC (@ICC) January 1, 2019
পরে পেইন ব্যাট করতে নামলে ঋষভও পাল্টা স্লেজিং শুরু করেন। তিনি বলেন, আজ আমাদের এক বিশেষ অতিথি এসেছে। মায়াঙ্ক, তুমি কি কখনও অস্থায়ী অধিনায়ক সম্পর্কে শুনেছ। এই অধিনায়ককে আউট করার দরকার নেই। ও শুধু বকবকই করতে পারে। মাঠের বাইরে অবশ্য মাঠের মধ্যের বাক্য বিনিয়মের লেশমাত্র থাকল না। পেইনের সন্তানদের কাছে গেলেন পন্ত। পেইনের স্ত্রী নিজের ইনস্টাগ্রাম পেজে এই ছবি শেয়ার করেছেন। লিখেছেন, খুব ভালো বেবিসিটার। এই ছবি থেকেই স্পষ্ট, মাঠের মধ্যে খেলোয়াড়দের মধ্যে লড়াই চললেও মাঠের বাইরে একে অপরকে এবং তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধাশীল। এটাই খেলোয়াড়োচিত মনোভাব।Tim Paine doing some recruiting for the @HurricanesBBL out in the middle of the 'G... ???? #AUSvIND pic.twitter.com/6btRZA3KI7
— cricket.com.au (@cricketcomau) December 28, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement