Kapil Dev on Pant Accident : ভুলতে পারেননি নিজের দুর্ঘটনার কথা, পন্থকে পরামর্শ আবেগপ্রবণ কপিল দেবের
Rishav Pant : কপিল দেব জানান, 'খেলোয়াড় হিসেবে একেবারে শুরুর দিনের কথা। বাইক চালানোর সময় একবার দুর্ঘটনার কবলে পড়েছিলাম। সেই ঘটনার পর থেকে আর আমার ভাই কোনও গাড়ি চালাতে দেয় না।'
নয়াদিল্লি : নিজের স্বার্থে থাকতে হবে আরকও সতর্ক। ঋষভ পন্থের (Rishabh Pant) ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন কপিল দেব (Kapil Dev)। পাশাপাশি নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তরুণ ক্রিকেটারকে দিলেন পরামর্শও। নিজে ড্রাইভ না করে ড্রাইভার রাখার পরামর্শই দিয়েছেন কপিল দেব।
আবেগপ্রবণ কপিল দেব
এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কপিল দেব বলেছেন, 'এই ধরণের দুর্ঘটনা এড়ানো কিন্তু সম্ভব। খেলোয়াড়দের আরও সতর্ক থাকা উচিত। নিজের গাড়ি চালানোর তো কোনও দরকারই নেই। ড্রাইভার হিসেবে কাউকে কাজে রাখার আর্থিক স্বাচ্ছন্দ্য সকলেরই রয়েছে। অনেকেই গাড়ি চালানো পছন্দ করেন। ভালোবাসেন। কিন্তকু সেক্ষেত্রে থাকতে হবে অনেক বেশি সতর্ক। পাশাপাশি নিজের খেয়াল আরও বেশি রাখা উচিত।'
ঋষভ পন্থকে সতর্ক করে পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজের দুর্ঘটনার কথাও মনে করিয়ে দেন কপিল দেব। ৬৩ বছরের প্রাক্তন ভারত অধিনায়ক জানান, 'খেলোয়াড় হিসেবে একেবারে শুরুর দিনের কথা। বাইক চালানোর সময় একবার দুর্ঘটনার কবলে পড়েছিলাম। সেই ঘটনার পর থেকে আর আমার ভাই কোনও গাড়ি চালাতে দেয় না।'
কেমন আছেন পন্থ ?
গাড়ি দুর্ঘটনার জেরে শরীরের একাধিক অংশে গুরুতর চোট পেয়েছেন ঋষভ পন্থ। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। ডান হাতের কবজি, গোড়ালি, পায়ের পাতায় চোট রয়েছে। এই মুহূর্তে কিছুটা সুস্থ আছেন ঋষভ পন্থ। যাঁতে কোনওভাবেই তাঁর শরীরে সংক্রমণ না ছড়ায়, সেজন্য আইসিইউ থেকে প্রাইভেট কেবিনে স্থানান্তর করা হচ্ছে। এমনিতেই পন্থকে ক্রমাগত তাঁকে দেখার জন্য যেভাবে রাজনৈতিক ব্যক্তি থেকে হাইপ্রোফাইল ব্যক্তিরা আসছেন, তাতে তাঁর বিশ্রামে ব্যাঘাত ঘটছে। এই পরিস্থিতিতে পরবর্তী চিকিৎসার জন্য পন্থকে দেরাদূন থেকে উড়িয়ে নিয়ে আসা হতে পারে দিল্লিতে।
পন্থকে দিল্লির এএইএমস-এ ভর্তি করানো হতে পারে। শ্যাম শর্মা বলেন, ''একে তো প্রতি মুহূর্তে লোকজনের ভিড় বাড়ছে। নেতা-মন্ত্রী থেকে অভিনেতা, সাধারণ মানুষ সবাই ওর সঙ্গে দেখা করতে চিয়াছে। সেইজন্য পন্থের পরিবারের লোকজন খুবই চিন্তিত। এরমধ্যে আবার অন্য রোগীদের সঙ্গে থাকার জন্য সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পন্থকে প্রাইভেট ওয়ার্ডে সরিয়ে নেওয়া হল।'
আরও পড়ুন- ফের দুঃসংবাদ, মারণ ক্যান্সারের সঙ্গে লড়ছেন মার্টিনা নাভ্রাতিলোভা