এই ম্যাচগুলিতে জাতীয় নির্বাচকদের নজর থাকবে ঋসভের দিকে। ওই তিনটি ম্যাচে ভালো পারফর্ম করতে পারলে ভারতের টেস্ট দলের দরজা খুলে যেতে পারে তাঁর জন্য। আগামী ১ আগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত পাঁচ টেস্টের সিরিজ খেলবে।
3/11
করুণ নায়ারের নেতৃত্বে ভারত এ দুটি চারদিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১৬ জুলাই থেকে ম্যাচ খেলবে ভারত এ দল।
4/11
কিন্তু ব্যাটিং দক্ষতায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এবং সাহসী ব্যাটিংয়ের জন্য ঋসভ বাকিদের তুলনায় এগিয়ে রয়েছেন।
5/11
একদিনের ম্যাচগুলিতে সেভাবে পারফর্ম করতে দেখা যায়নি ঋসভকে। ইংল্যান্ড লায়ন্স ও ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত এ দলের এই ট্রাই সিরিজের একটি ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন তিনি।
6/11
ঋসভ এখন ইংল্যান্ডে ভারত এ দলের হয়ে সীমিত ওভারের ট্রাই সিরিজে খেলছেন। তাঁকে চারদিনের ম্যাচগুলির জন্যও তাঁকে সেখানে থেকে যেতে বলা হয়েছে।
7/11
দৌড়ে খুব বেশি দূরে নেই দিল্লির ঋসভ। ইংল্যান্ডে চারদিনের ম্যাচের জন্য ভারত এ দলে নেওয়া হল ঋসভকে।এর থেকে ইঙ্গিতটা স্পষ্ট যে, ভারতীয় সিনিয়র দলে জায়গা করে নেওয়ার ব্যাপারে ঋসভের ভালো সম্ভাবনা রয়েছে।
8/11
তার মানে এই নয় যে, উইকেটরক্ষকের জায়গার জন্য ধোনির বিকল্প শুধু কার্তিক।
9/11
কার্তিক তাঁর জায়গায় খেলতে নামেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজে ধোনি খেললেও ব্যাটসম্যান হিসেবেই কার্তিকের থাকার সম্ভাবনা রয়েছে।
10/11
ভারতের রিজার্ভ উইকেটরক্ষককে সুযোগ দিতে ধোনিকে তাঁর কেরিয়ারে প্রথমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়।
11/11
ধোনি অবসর নেওয়ার পর তাঁর জায়গা কে নেবেন? দু বছর আগেও এ ধরনের প্রশ্ন বেশ অস্বস্তিকর ছিল। কিন্তু এখন এ ব্যাপারে খোলাখুলিভাবেই চিন্তাভাবনা চলছে। যদিও বিকল্পের অভাব নেই। আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন দীনেশ কার্তিক। সেইসঙ্গে রয়েছেন ঋসভ পন্ত। আইপিএলে ও ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি।