এক্সপ্লোর
ইংল্যান্ডে চারদিনের ম্যাচের জন্য ভারতীয় এ দলে ডাক পেলেন ঋসভ পন্ত
1/11

ভারত এ দল- করুণ নায়ার (অধিনায়ক), আর সমর্থ, ময়াঙ্ক আগরওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, পৃথ্বী শ, হানুমা বিহারি, অঙ্কিত বাওয়নে, বিজয় শঙ্কর, কেএস ভরত (উইকেটরক্ষক), জয়ন্ত যাদব, শাহবাজ নাদিম, অঙ্কিত রাজপুত, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, রজণীশ গুরবানী, ঋসভ পন্ত।
2/11

এই ম্যাচগুলিতে জাতীয় নির্বাচকদের নজর থাকবে ঋসভের দিকে। ওই তিনটি ম্যাচে ভালো পারফর্ম করতে পারলে ভারতের টেস্ট দলের দরজা খুলে যেতে পারে তাঁর জন্য। আগামী ১ আগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত পাঁচ টেস্টের সিরিজ খেলবে।
Published at : 02 Jul 2018 10:53 PM (IST)
View More






















