এক্সপ্লোর

Sourav Ganguly: ‘ও ধোনির মতোই, ম্যাচ উইনার,’ কাকে নিয়ে উচ্ছ্বসিত সৌরভ

জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নজর আমদাবাদে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দিকে। কর্মব্যস্ততা ও ম্যাচের খুঁটিনাটির হদিশ রাখার ফাঁকেই এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকার দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: হার্টে দুবারের অস্ত্রোপচার করে তিনটি স্টেন্ট বসানোর পর এখন সুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। বিজ্ঞাপনের শ্যুটিং, ভারতীয় ক্রিকেট বোর্ডের একের পর এক ভিডিও বা টেলিকনফারেন্স, দিনভর ঠাসা কর্মসূচি। আগামী সপ্তাহেই এক শহর থেকে অন্য শহরে বিমানযাত্রা করাও শুরু করবেন। ব্যস্ততার মধ্যেও জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নজর আমদাবাদে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দিকে। বীরেন রায় রোডের বাড়িতে হোক বা ঢিল ছোড়া দূরত্বের অফিসে নিজের ঘরে, সর্বত্র টিভিতে চলছে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ। কর্মব্যস্ততা ও ম্যাচের খুঁটিনাটির হদিশ রাখার ফাঁকেই এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকার দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

প্রশ্ন: আপনি অধিনায়ক থাকাকালীন পিছিয়ে পড়েও বারবার দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারত। এখন যেন সেটা অভ্যাসে পরিণত করে ফেলেছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম টেস্টে বিপর্যয়ের পর দু’ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এই কামব্য়াককে ব্যাখ্যা করবেন কীভাবে?

সৌরভ গঙ্গোপাধ্যায়: ভারতীয় দল এখন দারুণ চারিত্রিক দৃঢ়তা দেখাচ্ছে। পিছিয়ে পড়েও সিরিজ জেতা ক্রিকেটারদের মানসিক কাঠিন্যেরই প্রমাণ। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতাটা তো স্মরণীয় ছিল। প্রত্যেক নতুন ক্রিকেটার যেভাবে খেলছে, বড় নামেরা না থাকলে তাদের অভাব টেরই পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠিত ক্রিকেটার না থাকলে নতুন যাদের খেলানো হচ্ছে, তারা পুরোপুরি সেই সুযোগ কাজে লাগাচ্ছে। শুভমন গিল, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, প্রত্যেকে।

প্রশ্ন: ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্মকে কেমন দেখছেন?

সৌরভ: প্রত্যেকেই দারুণ। যে কোনও চ্যালেঞ্জ নিতে তৈরি থাকছে। মহম্মদ সিরাজ কী বলটাই না করছে! নতুন ছেলেদের প্রত্যেকে খুব ভাল খেলছে।

প্রশ্ন: ঋষভ পন্থ কি আগের চেয়ে পরিণত ক্রিকেট খেলছেন?

সৌরভ: শুধু পরিণত কী! ঋষভ ম্যাচ জেতাচ্ছে। ও একজন ম্যাচ উইনার। বিশ্বমানের ক্রিকেটার। মহেন্দ্র সিংহ ধোনির মতোই ভাল উইকেটকিপার ঋষভ পন্থ। দলের সম্পদ ও। ভারতের হয়ে দীর্ঘদিন খেলবে। দেশকে অনেক ম্যাচ জেতাবে পন্থ।

প্রশ্ন: কিন্তু ঋষভের কিপিং দক্ষতা নিয়ে তো অনেক প্রশ্ন উঠছে...

সৌরভ: উইকেটকিপার হিসাবে ও অনেক উন্নতি করেছে। শেষ তিনটি টেস্টে দারুণ উইকেটকিপিং করেছে। যত ম্যাচ খেলবে, আরও ঝকঝকে হয়ে উঠবে। ঋষভ এমন একজন ক্রিকেটার যে নিজের দিনে ম্যাচ জেতাতে পারে।

প্রশ্ন: চলতি সিরিজে পিচ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বিশেষ করে আমদাবাদে গোলাপি বলে দিন-রাতের টেস্ট দুদিনে শেষ হয়ে যাওয়ার পর বেশ বিতর্ক হয়েছে...

সৌরভ: পিচ নিয়ে এত বিতর্কের কিছু নেই। ভারতের মাটিতে বল ঘুরবেই। এতো জানা কথা। (টেলিভিশন স্ক্রিনের দিকে ইঙ্গিত করে) আর চতুর্থ টেস্টের এই উইকেটটা তো বেশ ভাল হয়েছে দেখছি।

প্রশ্ন: টেস্টে চারশো উইকেটশিকারিদের ক্লাবে ঢুকে পড়লেন অফস্পিনার আর অশ্বিন। কেমন দেখছেন অশ্বিনের বোলিং?

সৌরভ: টেস্টে অশ্বিনের ৪০০ উইকেট অসাধারণ কীর্তি। ও জিনিয়াস। দেশকে প্রচুর ম্যাচ জিতিয়েছে। টেস্টে আন্তর্জাতিক মঞ্চে চারশো উইকেট নেওয়া ছেলেখেলা নয়। কী বোলিংটাই না করছে! সর্বকালের অন্যতম সেরা স্পিনার ও।

প্রশ্ন: অনিল কুম্বলে, হরভজন সিংহ ও অশ্বিন। তিনজনের মধ্যে র‌্যাঙ্কিং করতে বললে ক্রমপর্যায় কী হবে?

সৌরভ: ওইভাবে র‌্যাঙ্কিং করা যায় না। অনিল কুম্বলের ছশোর বেশি টেস্ট উইকেট। হরভজন সিংহের চারশোর বেশি উইকেট। কী সব ম্যাচ জিতিয়েছে দেশকে। অসাধারণ সমস্ত মাইলফলক রয়েছে দুজনের। অশ্বিনও দুর্দান্ত। অশ্বিনের ব্যাটের হাতটাও বেশ ভাল। তবে তিনজনই গ্রেট। তুলনা করা যায় না।

প্রশ্ন: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স হরভজনকে কিনেছে। দীর্ঘদিন ম্যাচের মধ্যে না থাকা ভাজ্জি সফল হবেন?

সৌরভ: আইপিএলে ৪টে ওভার তো বল করতে হয়। হরভজন ঠিক করে দেবে। যদিও ইডেন গার্ডেন্সে ম্যাচ হলে কেকেআর কতটা ওকে প্রথম একাদশে রাখবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ইডেনের পিচ এখন সবুজ, বাউন্সি হয়। পেসাররা বাড়তি সাহায্য পায়। তবে দিল্লি বা চেন্নাইয়ের মতো উইকেটে ভাজ্জি ভাল করবে। ও তো চেন্নাই সুপার কিংসের হয়েও আইপিএলে ভালই খেলেছে।

প্রশ্ন: বোলিং এখন ভারতের অন্যতম শক্তি। সবরকম পিচের জন্য অধিনায়কের হাতে বিকল্প থাকছে...

সৌরভ: ভারতীয় পেসাররা সবরকম পরিবেশ-পরিস্থিতিতে ভাল বোলিং করছে। স্পিনাররা তো ভাল করেই। খুব ভাল বোলিং ইউনিট এখন ভারতীয় দলের।

প্রশ্ন: সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াই, আর দলের সেরা পেসার যশপ্রীত বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে খেললেন না!

সৌরভ: ওর সরে দাঁড়ানোর সঙ্গত কারণ রয়েছে। তবে আমদাবাদে পেসাররা বড় একটা সাহায্য পাচ্ছে না। ও খেললেও খুব বেশি ওভার বল করতে হত না। হয়তো ৪-৫ ওভার বোলিং পেত। সমস্যা হবে না। টেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে তো বুমরা।

প্রশ্ন: নবনির্মিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম কেমন দেখছেন?

সৌরভ: দারুণ স্টেডিয়াম। বিশ্বমানের। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটো ম্যাচ দেখতে আমদাবাদে যাচ্ছি। তখন আরও ভালভাবে স্টেডিয়াম দেখার সুযোগ হবে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Madan Vs Kalyan : বাংলায় বলে না ইংরিজি বুঝি না ! কল্যাণকে আক্রমণ মদনের, 'রাসলীলা শেষ?' পাল্টা সাংসদ
বাংলায় বলে না ইংরিজি বুঝি না ! কল্যাণকে আক্রমণ মদনের, 'রাসলীলা শেষ?' পাল্টা সাংসদ
West Bengal Weather : কলকাতায় আরও নামল পারদ, জেলায় জেলায় শীতের কামড়, বঙ্গে এবার হাড় কাঁপানো ঠান্ডা ?
কলকাতায় আরও নামল পারদ, জেলায় জেলায় শীতের কামড়, বঙ্গে এবার হাড় কাঁপানো ঠান্ডা ?
AR Rahman Divorce : বিয়ে ভাঙছে এ আর রহমনের, সোশ্যাল মিডিয়ায় হৃদয় বিদারক আবেদন মেয়ের
বিয়ে ভাঙছে এ আর রহমনের, সোশ্যাল মিডিয়ায় হৃদয় বিদারক আবেদন মেয়ের
Hooghly News: প্রেমিককে চাপ দিচ্ছিল কোন্নগরের তরুণী, আবাসনের ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল তাঁরই !
প্রেমিককে চাপ দিচ্ছিল কোন্নগরের তরুণী, আবাসনের ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল তাঁরই !
Advertisement
ABP Premium

ভিডিও

WB News: মানস চক্রবর্তীকে অপসারণের নির্দেশ দিয়ে রাজ্য় মেডিক্য়াল কাউন্সিলের চেয়ারম্যানকে চিঠিWB News: শান্তনুকে পদ থেকে সরাতে স্বাস্থ্য ভবনে চিঠি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়েরTMC News: লোকসভা ভোটে হুগলির ৩ বিধানসভা কেন্দ্রে ফল কেন খারপ,কারণ খুঁজতে মাঠে নামবেন অসিত মজুমদারWeather Update: ধাপে ধাপে নামছে কলকাতার তাপমাত্রা, কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madan Vs Kalyan : বাংলায় বলে না ইংরিজি বুঝি না ! কল্যাণকে আক্রমণ মদনের, 'রাসলীলা শেষ?' পাল্টা সাংসদ
বাংলায় বলে না ইংরিজি বুঝি না ! কল্যাণকে আক্রমণ মদনের, 'রাসলীলা শেষ?' পাল্টা সাংসদ
West Bengal Weather : কলকাতায় আরও নামল পারদ, জেলায় জেলায় শীতের কামড়, বঙ্গে এবার হাড় কাঁপানো ঠান্ডা ?
কলকাতায় আরও নামল পারদ, জেলায় জেলায় শীতের কামড়, বঙ্গে এবার হাড় কাঁপানো ঠান্ডা ?
AR Rahman Divorce : বিয়ে ভাঙছে এ আর রহমনের, সোশ্যাল মিডিয়ায় হৃদয় বিদারক আবেদন মেয়ের
বিয়ে ভাঙছে এ আর রহমনের, সোশ্যাল মিডিয়ায় হৃদয় বিদারক আবেদন মেয়ের
Hooghly News: প্রেমিককে চাপ দিচ্ছিল কোন্নগরের তরুণী, আবাসনের ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল তাঁরই !
প্রেমিককে চাপ দিচ্ছিল কোন্নগরের তরুণী, আবাসনের ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল তাঁরই !
WB Tab Scam: ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার আরও ১, ধৃতকে জেরা করে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার আরও ১, ধৃতকে জেরা করে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
Hardik Pandya: ৬ বছর পর ঘরোয়া ক্রিকেটে খেলবেন হার্দিক, কোন টুর্নামেন্টে?
৬ বছর পর ঘরোয়া ক্রিকেটে খেলবেন হার্দিক, কোন টুর্নামেন্টে?
Sourav On Sachin: শোয়েবের বলে ভেঙেছিল পাঁজর, তা নিয়েই ব্যাটিং! সচিনের অবিশ্বাস্য গল্প শোনালেন সৌরভ
শোয়েবের বলে ভেঙেছিল পাঁজর, তা নিয়েই ব্যাটিং! সচিনের অবিশ্বাস্য গল্প শোনালেন সৌরভ
Kolkata Air Pollution: এবার দিল্লির সঙ্গে পাল্লা কলকাতার, শহরে দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা
এবার দিল্লির সঙ্গে পাল্লা কলকাতার, শহরে দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা
Embed widget