এক্সপ্লোর

Sourav Ganguly: ‘ও ধোনির মতোই, ম্যাচ উইনার,’ কাকে নিয়ে উচ্ছ্বসিত সৌরভ

জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নজর আমদাবাদে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দিকে। কর্মব্যস্ততা ও ম্যাচের খুঁটিনাটির হদিশ রাখার ফাঁকেই এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকার দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: হার্টে দুবারের অস্ত্রোপচার করে তিনটি স্টেন্ট বসানোর পর এখন সুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। বিজ্ঞাপনের শ্যুটিং, ভারতীয় ক্রিকেট বোর্ডের একের পর এক ভিডিও বা টেলিকনফারেন্স, দিনভর ঠাসা কর্মসূচি। আগামী সপ্তাহেই এক শহর থেকে অন্য শহরে বিমানযাত্রা করাও শুরু করবেন। ব্যস্ততার মধ্যেও জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নজর আমদাবাদে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দিকে। বীরেন রায় রোডের বাড়িতে হোক বা ঢিল ছোড়া দূরত্বের অফিসে নিজের ঘরে, সর্বত্র টিভিতে চলছে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ। কর্মব্যস্ততা ও ম্যাচের খুঁটিনাটির হদিশ রাখার ফাঁকেই এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকার দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

প্রশ্ন: আপনি অধিনায়ক থাকাকালীন পিছিয়ে পড়েও বারবার দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারত। এখন যেন সেটা অভ্যাসে পরিণত করে ফেলেছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম টেস্টে বিপর্যয়ের পর দু’ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এই কামব্য়াককে ব্যাখ্যা করবেন কীভাবে?

সৌরভ গঙ্গোপাধ্যায়: ভারতীয় দল এখন দারুণ চারিত্রিক দৃঢ়তা দেখাচ্ছে। পিছিয়ে পড়েও সিরিজ জেতা ক্রিকেটারদের মানসিক কাঠিন্যেরই প্রমাণ। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতাটা তো স্মরণীয় ছিল। প্রত্যেক নতুন ক্রিকেটার যেভাবে খেলছে, বড় নামেরা না থাকলে তাদের অভাব টেরই পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠিত ক্রিকেটার না থাকলে নতুন যাদের খেলানো হচ্ছে, তারা পুরোপুরি সেই সুযোগ কাজে লাগাচ্ছে। শুভমন গিল, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, প্রত্যেকে।

প্রশ্ন: ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্মকে কেমন দেখছেন?

সৌরভ: প্রত্যেকেই দারুণ। যে কোনও চ্যালেঞ্জ নিতে তৈরি থাকছে। মহম্মদ সিরাজ কী বলটাই না করছে! নতুন ছেলেদের প্রত্যেকে খুব ভাল খেলছে।

প্রশ্ন: ঋষভ পন্থ কি আগের চেয়ে পরিণত ক্রিকেট খেলছেন?

সৌরভ: শুধু পরিণত কী! ঋষভ ম্যাচ জেতাচ্ছে। ও একজন ম্যাচ উইনার। বিশ্বমানের ক্রিকেটার। মহেন্দ্র সিংহ ধোনির মতোই ভাল উইকেটকিপার ঋষভ পন্থ। দলের সম্পদ ও। ভারতের হয়ে দীর্ঘদিন খেলবে। দেশকে অনেক ম্যাচ জেতাবে পন্থ।

প্রশ্ন: কিন্তু ঋষভের কিপিং দক্ষতা নিয়ে তো অনেক প্রশ্ন উঠছে...

সৌরভ: উইকেটকিপার হিসাবে ও অনেক উন্নতি করেছে। শেষ তিনটি টেস্টে দারুণ উইকেটকিপিং করেছে। যত ম্যাচ খেলবে, আরও ঝকঝকে হয়ে উঠবে। ঋষভ এমন একজন ক্রিকেটার যে নিজের দিনে ম্যাচ জেতাতে পারে।

প্রশ্ন: চলতি সিরিজে পিচ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বিশেষ করে আমদাবাদে গোলাপি বলে দিন-রাতের টেস্ট দুদিনে শেষ হয়ে যাওয়ার পর বেশ বিতর্ক হয়েছে...

সৌরভ: পিচ নিয়ে এত বিতর্কের কিছু নেই। ভারতের মাটিতে বল ঘুরবেই। এতো জানা কথা। (টেলিভিশন স্ক্রিনের দিকে ইঙ্গিত করে) আর চতুর্থ টেস্টের এই উইকেটটা তো বেশ ভাল হয়েছে দেখছি।

প্রশ্ন: টেস্টে চারশো উইকেটশিকারিদের ক্লাবে ঢুকে পড়লেন অফস্পিনার আর অশ্বিন। কেমন দেখছেন অশ্বিনের বোলিং?

সৌরভ: টেস্টে অশ্বিনের ৪০০ উইকেট অসাধারণ কীর্তি। ও জিনিয়াস। দেশকে প্রচুর ম্যাচ জিতিয়েছে। টেস্টে আন্তর্জাতিক মঞ্চে চারশো উইকেট নেওয়া ছেলেখেলা নয়। কী বোলিংটাই না করছে! সর্বকালের অন্যতম সেরা স্পিনার ও।

প্রশ্ন: অনিল কুম্বলে, হরভজন সিংহ ও অশ্বিন। তিনজনের মধ্যে র‌্যাঙ্কিং করতে বললে ক্রমপর্যায় কী হবে?

সৌরভ: ওইভাবে র‌্যাঙ্কিং করা যায় না। অনিল কুম্বলের ছশোর বেশি টেস্ট উইকেট। হরভজন সিংহের চারশোর বেশি উইকেট। কী সব ম্যাচ জিতিয়েছে দেশকে। অসাধারণ সমস্ত মাইলফলক রয়েছে দুজনের। অশ্বিনও দুর্দান্ত। অশ্বিনের ব্যাটের হাতটাও বেশ ভাল। তবে তিনজনই গ্রেট। তুলনা করা যায় না।

প্রশ্ন: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স হরভজনকে কিনেছে। দীর্ঘদিন ম্যাচের মধ্যে না থাকা ভাজ্জি সফল হবেন?

সৌরভ: আইপিএলে ৪টে ওভার তো বল করতে হয়। হরভজন ঠিক করে দেবে। যদিও ইডেন গার্ডেন্সে ম্যাচ হলে কেকেআর কতটা ওকে প্রথম একাদশে রাখবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ইডেনের পিচ এখন সবুজ, বাউন্সি হয়। পেসাররা বাড়তি সাহায্য পায়। তবে দিল্লি বা চেন্নাইয়ের মতো উইকেটে ভাজ্জি ভাল করবে। ও তো চেন্নাই সুপার কিংসের হয়েও আইপিএলে ভালই খেলেছে।

প্রশ্ন: বোলিং এখন ভারতের অন্যতম শক্তি। সবরকম পিচের জন্য অধিনায়কের হাতে বিকল্প থাকছে...

সৌরভ: ভারতীয় পেসাররা সবরকম পরিবেশ-পরিস্থিতিতে ভাল বোলিং করছে। স্পিনাররা তো ভাল করেই। খুব ভাল বোলিং ইউনিট এখন ভারতীয় দলের।

প্রশ্ন: সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াই, আর দলের সেরা পেসার যশপ্রীত বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে খেললেন না!

সৌরভ: ওর সরে দাঁড়ানোর সঙ্গত কারণ রয়েছে। তবে আমদাবাদে পেসাররা বড় একটা সাহায্য পাচ্ছে না। ও খেললেও খুব বেশি ওভার বল করতে হত না। হয়তো ৪-৫ ওভার বোলিং পেত। সমস্যা হবে না। টেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে তো বুমরা।

প্রশ্ন: নবনির্মিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম কেমন দেখছেন?

সৌরভ: দারুণ স্টেডিয়াম। বিশ্বমানের। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটো ম্যাচ দেখতে আমদাবাদে যাচ্ছি। তখন আরও ভালভাবে স্টেডিয়াম দেখার সুযোগ হবে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলার 'গুরুত্ব বুঝতে ব্যর্থ' হয়েছেন মুখ্যসচিব, কেন এমন মন্তব্য় আদালতের ?
নিয়োগ দুর্নীতি মামলার 'গুরুত্ব বুঝতে ব্যর্থ' হয়েছেন মুখ্যসচিব, কেন এমন মন্তব্য় আদালতের ?
Dilip Ghosh : 'আপনাদের অপকর্মের জন্যই তৃণমূল এ রাজ্যে ক্ষমতায়', এবার বামেদের ভোট চাইলেন দিলীপ
'আপনাদের অপকর্মের জন্যই তৃণমূল এ রাজ্যে ক্ষমতায়', এবার বামেদের ভোট চাইলেন দিলীপ
West Bengal Weather : আজ স্বস্তি, কাল থেকে আরও বাড়বে তাপমাত্রা, কোথায় পৌঁছবে কলকাতার গরম?
আজ স্বস্তি, কাল থেকে আরও বাড়বে তাপমাত্রা, কোথায় পৌঁছবে কলকাতার গরম?
Chaitra Purnima: চৈত্র পূর্ণিমায় খুলবে ভাগ্যের তালা এই ৪টি রাশির চিহ্ন, দেবী লক্ষ্মী বর্ষণ করবেন অপার সম্পদ
চৈত্র পূর্ণিমায় খুলবে ভাগ্যের তালা এই ৪টি রাশির চিহ্ন, দেবী লক্ষ্মী বর্ষণ করবেন অপার সম্পদ
Advertisement
for smartphones
and tablets

ভিডিও

Lok Sabha Elections 2024: রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে দেবের রোড শো। ABP Ananda LiveAmit Shah: 'বাংলায় এবার বিজেপি ৩০টির বেশি আসন পাবে', বললেন অমিত শাহ | ABP Ananda LIVEAmit Shah: মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ইংরেজবাজারে রোড শো অমিত শাহরRecruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি হারালেন অনামিকা রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলার 'গুরুত্ব বুঝতে ব্যর্থ' হয়েছেন মুখ্যসচিব, কেন এমন মন্তব্য় আদালতের ?
নিয়োগ দুর্নীতি মামলার 'গুরুত্ব বুঝতে ব্যর্থ' হয়েছেন মুখ্যসচিব, কেন এমন মন্তব্য় আদালতের ?
Dilip Ghosh : 'আপনাদের অপকর্মের জন্যই তৃণমূল এ রাজ্যে ক্ষমতায়', এবার বামেদের ভোট চাইলেন দিলীপ
'আপনাদের অপকর্মের জন্যই তৃণমূল এ রাজ্যে ক্ষমতায়', এবার বামেদের ভোট চাইলেন দিলীপ
West Bengal Weather : আজ স্বস্তি, কাল থেকে আরও বাড়বে তাপমাত্রা, কোথায় পৌঁছবে কলকাতার গরম?
আজ স্বস্তি, কাল থেকে আরও বাড়বে তাপমাত্রা, কোথায় পৌঁছবে কলকাতার গরম?
Chaitra Purnima: চৈত্র পূর্ণিমায় খুলবে ভাগ্যের তালা এই ৪টি রাশির চিহ্ন, দেবী লক্ষ্মী বর্ষণ করবেন অপার সম্পদ
চৈত্র পূর্ণিমায় খুলবে ভাগ্যের তালা এই ৪টি রাশির চিহ্ন, দেবী লক্ষ্মী বর্ষণ করবেন অপার সম্পদ
UP Class 10 Topper Prachi Nigam: মুখে 'অতিরিক্ত লোম' ! UP বোর্ডের টপারকে কুৎসিত আক্রমণ, পাল্টা জবাব নেটিজেনদেরই
মুখে 'অতিরিক্ত লোম' ! UP বোর্ডের টপারকে কুৎসিত আক্রমণ, পাল্টা জবাব নেটিজেনদেরই
Flight News: ট্রেন নয়, এখন প্লেনেই যাতায়াত করতে স্বচ্ছন্দ ভারতীয়রা, রিপোর্টে চমকে দেওয়া তথ্য
ট্রেন নয়, এখন প্লেনেই যাতায়াত করতে স্বচ্ছন্দ ভারতীয়রা, রিপোর্টে চমকে দেওয়া তথ্য
Best Stocks To Buy: আজ বাজারে এই তিন স্টকে রাখতে পারেন ভরসা, তবে স্টপলস রাখতেই হবে এখানে
আজ বাজারে এই তিন স্টকে রাখতে পারেন ভরসা, তবে স্টপলস রাখতেই হবে এখানে
Lok Sabha Election: দ্বিতীয় দফায় হিংসা রুখতে সতর্ক নির্বাচন কমিশন, কী কী অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে?
দ্বিতীয় দফায় হিংসা রুখতে সতর্ক নির্বাচন কমিশন, কী কী অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে?
Embed widget