Rishabh Pant Update: মস্তিষ্কে চোট লাগেনি, স্বস্তি পন্থের এমআরআই রিপোর্টে, পিছিয়ে গেল বাকি পরীক্ষা
Pant Health Update: পন্থের হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি এদিন। কারণ, দুটি জায়গাই অসম্ভব ফুলে রয়েছে। রয়েছে যন্ত্রণাও।
নয়াদিল্লি: উদ্বেগে ছিল তামাম ভক্তকুল। তবে রাতের দিকে এল কিছুটা স্বস্তির খবর। জানা গেল, ঋষভ পন্থের (Rishabh Pant) মস্তিষ্কে কোনও ক্ষতি হয়নি। যা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রিকেটপ্রেমীরা।
শুক্রবার সকালে উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হন পন্থ। তাঁর মস্তিষ্ক আর মেরুদণ্ডের এমআরআই স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্ট হাতে পেয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, মস্তিষ্ক ও মেরুদণ্ড স্বাভাবিক রয়েছে। গুরুতর কোনও চোট নেই। পাশাপাশি তাঁর মুখের ক্ষতস্থানে প্লাস্টিক সার্জারি করা হয়েছে এদিনই।
তবে পন্থের হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি এদিন। কারণ, দুটি জায়গাই অসম্ভব ফুলে রয়েছে। রয়েছে যন্ত্রণাও। ফোলা ভাব কিছুটা না কমলে স্ক্যান করা যাবে না। দেহরাদূনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকও তাঁর হাঁটু ও গোড়ালির চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, পন্থ স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে।
অমানবিকতার শিকার?
কয়েক মুহূর্ত আগেই ঘটে গিয়েছে ভয়াবহ সেই ঘটনা। ডিভাইডারে প্রবল বেগে ধাক্কা মেরে উল্টে গিয়েছে তাঁর গাড়ি। ভেতরে প্রাণরক্ষার জন্য ছটফট করছেন তিনি, ভারতীয় দলের তারকা উইকেটকিপার ঋষভ পন্থ।
আর সেই সময়ই অমানবিকতার শিকার তারকা ক্রিকেটার?
অভিযোগ, উদ্ধারের নামে উইকেটরক্ষকের গাড়িতে লুঠ চালিয়েছেন কয়েকজন। একটি ব্যাগে বেশ কিছু নগদ টাকা ছিল পন্থের। সূত্রের খবর, গাড়ির মধ্যে ৩-৪ লক্ষ নগদ টাকা ছিল। দুর্ঘটনার পর গাড়ির মধ্যে থেকে সেই টাকাগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। সেগুলি প্রায় সবই নিয়ে নিয়েছেন কয়েকজন। জানা গিয়েছে, তাঁরা স্থানীয়দেরই একাংশ।
পরে পন্থকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে টাকার ব্যাগের কোনও হদিশ পাওয়া যায়নি বলেই খবর।
জানা গিয়েছে, বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে পরিবারের সদস্যদের জন্য কিছু উপহার নিয়ে যাচ্ছিলেন পন্থ। সে সবেরও কোনও খোঁজ পাওয়া যায়নি। দিল্লি-দেহরাদূন হাইওয়েতে রুরকির কাছে ক্রিকেটার ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর তাঁর অসহায়তার সুযোগে নগদ প্রায় চার লক্ষ টাকা লুঠ হয়ে যাওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আবার কোনও কোনও মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, রাতের অন্ধকারে এত টাকা নিয়ে একা কেন বেরিয়েছিলেন পন্থ?
আরও পড়ুন: দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে পারবেন গুরুতর জখম পন্থ? কী বলছেন বিশেষজ্ঞরা?