এক্সপ্লোর
সিডনিতে সেঞ্চুরি করে মাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠালেন ঋষভ
সিডনি: মাকে সম্ভবত জন্মদিনের সেরা উপহারটা দিলেন ঋষভ পন্থ। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি করলেন তিনি। চেতেশ্বর পূজারার সেঞ্চুরির পর অস্ট্রেলিয় শিবিরকে আরও কোণঠাসা করে দিয়েছে ঋষভের ব্যাটের দাপট।
শুক্রবার সিডনিতে ১৮৯ বলে অপরাজিত ১৫৯ রানের ইনিংস খেললেন ঋষভ। এদিনই ছিল তাঁর মায়ের জন্মদিন। দিনের খেলা শেষ হওয়ার পরই দিল্লির বাঁহাতি ব্যাটসম্যান তাঁর সঙ্গে মায়ের ছবি টুইট করেন। সঙ্গে লেখেন, ‘শুভ জন্মদিন মা। তুমিই সেই ব্যক্তি যে সবরকম পরিস্থিতিতে আমার পাশে ছিলে, আছো। আমি তোমাকে ভীষণ ভালবাসি। আমার সমস্ত চাপ আপন করে নেওয়ার জন্য ধন্যবাদ। আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। অনেক ভালবাসা। ফের বলছি, জন্মদিনের অনেক শুভেচ্ছা।‘
Happy birthday mom ????????????. You are the person who is always behind me no matter what. I love you so much. Thank you for taking all the stress of mine and making it yours can’t even express my feelings in words. Love you happy birthday once again ???????????????? pic.twitter.com/9XEaSPRUfB
— Rishabh Pant (@RishabPant777) January 4, 2019
সিডনিতে সেঞ্চুরি করার ফাঁকে শুক্রবার একাধিক রেকর্ডও গড়ে ফেলেছেন ঋষভ। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন তিনি। ভেঙে দিয়েছেন ফারুক ইঞ্জিনিয়ারের অস্ট্রেলিয়ারের মাটিতে সর্বোচ্চ ইনিংস খেলার নজির। মায়ের জন্মদিনটি ব্যাটের দাপটেই স্মরণীয় করে রাখলেন ২১ বছর বয়সী দিল্লির ক্রিকেটার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement