ICC Ranking: ব্যাটারদের তালিকায় বাবরকে পিছনে ফেললেন রিজওয়ান, টি-টোয়েন্টিতে প্রথম দশে ভারতের ১
ICC News: বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার কে? বাবর আজমকে (Babar Azam) আইসিসি-র (ICC) টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে পিছনে ফেলে দিলেন নিজের দেশেরই তারকা।
দুবাই: বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার কে? বাবর আজমকে (Babar Azam) আইসিসি-র (ICC) টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে পিছনে ফেলে দিলেন নিজের দেশেরই তারকা। মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। চলতি এশিয়া কাপে (Asia Cup) যিনি দুরন্ত ছন্দে আছেন।
বুধবার আইসিসি যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় শীর্ষে রয়েছেন রিজওয়ান। ৮১৫ পয়েন্ট রয়েছে তাঁর। দুইয়ে নেমে গিয়েছেন বাবর। তাঁর সংগৃহীত পয়েন্ট ৭৯৪। ৭৯২ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম। ব্যাটারদের তালিকায় প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি সূর্যকুমার যাদব। যিনি ৭৭৫ পয়েন্ট নিয়ে রয়েছেন চার নম্বরে।
View this post on Instagram
বোলারদের তালিকায় অবশ্য ভারতের পক্ষে ছবিটা আরও করুণ। কারণ বোলারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ভারতের কেউ নেই। ৭৯২ পয়েন্ট-সহ শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড। ১১ নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। প্রথম কুড়িতে ভুবি ছাড়া ভারতের আর কেউ নেই। ২৪ নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল এবং ৩০ নম্বরে হর্ষল পটেল। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। ভারতের হার্দিক পাণ্ড্য রয়েছেন পাঁচ নম্বরে।
২০ জনের মধ্যে রয়েছেন ভারতের আরও ২ জন। তিন ধাপ উপরে উঠে ১৪ নম্বরে রয়েছেন রোহিত শর্মা এবং ১৯ নম্বরে ঈশান কিষাণ। শ্রেয়স আইয়ার ২৫ নম্বরে রয়েছেন। বিরাট কোহলি অনেকটা পিছিয়ে ২৯ নম্বরে রয়েছেন। এশিয়া কাপে কিছুটা ছন্দে ফিরলেও, র্যাঙ্কিংয়ে সে ভাবে উন্নতি হয়নি বিরাটের। ৩১ নম্বরে টিকে রয়েছেন কেএল রাহুল। এর থেকেই বোঝা যাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের দুরাবস্থার ছবিটা।
আরও পড়ুন: 'শামি কেন দলে নেই?', দ্রাবিড় ও টিম ম্যানেজমেন্টকে প্রশ্ন শাস্ত্রীর