Roger Federer Farewell: বিদায় বেলায় চোখে জল রজারের, পাশে বসে কাঁদলেন রাফাও
Roger Federer : নিজের শেষ মঞ্চ বেছে নিয়েছিলেন এই লেভার কাপকেই। যেখানে রজারের পাশে দাঁড়িয়ে আবেগে চোখের দল ফেললেন বর্তমানে বিশ্ব টেনিসের ২ সেরা নাদাল ও জকোভিচ।
লন্ডন: শেষবার কোর্টে নামলেন রজার ফেডেরার। তিনি খেললেন, তিনি কাঁদলেন, তিনি কাঁদালেন। লেভার কাপে ম্যাচ শেষে চোখে জল কিংবদন্তির। আবেগে কাঁদলেন ২ দশকের কোর্টের 'শত্রু' নাদালও। ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা মন খারাপের মুহূর্ত। লেভার কাপের ম্যাচ চললেও পুরাে টুর্নামেন্টের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রজারই। আড়াই দশকের কেরিয়ারকে বিদায় জানানোর জন্য নিজের শেষ মঞ্চ বেছে নিয়েছিলেন এই লেভার কাপকেই। যেখানে রজারের পাশে দাঁড়িয়ে আবেগে চোখের দল ফেললেন বর্তমানে বিশ্ব টেনিসের ২ সেরা নাদাল ও জকোভিচ। প্রায় ২ দশক ধরে এই ২ জনের সঙ্গেই মূলত প্রতিদ্বন্দ্বীতা ছিল রজারের। তবে কোর্টের বাইরে যেন সবাইকে মিলিয়ে দিল রজারের বিদায়লগ্ন।
View this post on Instagram
২০২১ সালের উইলম্বডনের কোয়ার্টার-ফাইনালের পরে আর খেলেননি। এদিন লেভার কাপেও ফেডেরার-নাদাল জুটি হেরে যান টিম ওয়ার্ল্ডের ফ্রান্সেস টিয়াফো এবং জ্যাক সকের বিরুদ্ধে। কিন্তু ম্যাচের ফল নয়। রজারের বিদায় বেলার সঙ্গী হওয়াই ছিল সবার কাছে প্রাধান্য। গোটা বিশ্বের টেনিস প্রেমীরাও এই লেভার কাপে চোখ রেখেছিলেন এই নির্দিষ্ট ম্যাচে। ম্যাচ শেষে বিদায় বার্তায় কেঁদে ফেললেন সুইস টেনিস সম্রাট।
ম্যাচ শেষ হওয়ার পর দর্শকদের অভিবাদন কুড়োতে কুড়োতে কেঁদে ফেলেন রজার। বিদায় বার্তায় তিনি বলেন, ''রাফার সঙ্গে একই দলে খেলতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। সব কিংবদন্তিরা এখানে রয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।'' কোর্টের শত্রু হলেও রজার-রাফার বন্ধুত্বের কথা কারও অজানা নয়। বিশ্ব টেনিসকে রাজ করেছেন এই ২ জনই। এদিন রজারের বিদায় বেলায় ভেঙে পড়েন নাদাল। ফেডেরারের পাশে বসেই কেঁদে ফেলেন তিনি। পেছনে দাঁড়িয়ে আরেক টেনিস তারকা নোভাক জকোভিচ। রজারের বিদায়ের সঙ্গে সঙ্গেই অবসান হল একটা যুগের, যার সাক্ষী থাকল গোটা বিশ্ব।