Serena On Federer: ''ফেডেরার আমার থেকে ভাল প্লেয়ার নয়'', কেন হঠাৎ এমন কথা বললেন সেরেনা?
Serena Williams And Roger Federer: ২০০০ থেকে পরবর্তী ২০ বছরে টেনিস বিশ্বকে রীতিমত শাসন করেছেন ২ জন। ২০২২ সালে টেনিসকে বিদায় জানিয়েছেন ২ কিংবদন্তি। এবার এক মজার গল্প শোনালেন তিয়াফোয়।
লন্ডন: টেনিস বিশ্বের অন্যতম সেরা ২ প্লেয়ার রজার ফেডেরার ও সেরেনা উইলিয়ামস। মহিলাদের টেনিসে ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক সেরেনা উইলিয়ামস। ফেডেরারের ঝুলিতে রয়েছে ২০টি গ্র্যান্ডস্লাম। ২০০০ থেকে পরবর্তী ২০ বছরে টেনিস বিশ্বকে রীতিমত শাসন করেছেন ২ জন। ২০২২ সালে টেনিসকে বিদায় জানিয়েছেন ২ কিংবদন্তি। এবার এক মজার গল্প শোনালেন তিয়াফোয়। মিক্সড ডাবলসের ম্যাচে একবার সেরেনার সঙ্গে খেলছিলেন ফ্রান্সেস তিয়াফোয়। সেই ম্যাচেই সেরেনার উল্টোদিকে খেলছিলেন ফেডেরারও। সেই ম্য়াচে ফেডেরারের বিরুদ্ধে একটা সময় কিছুটা পিছিয়ে পড়েছিলেন সেরেনা।
খেলার বিরতির ফাঁকে ফেডেরারের দিকে তাকিয়ে সেরেনা বলেছিলেন, ''আমি কোনওভাবেই মেনে নিতে পারছি না ফেডেরারের বিরুদ্ধে আমার পিছিয়ে পড়াটা। ফেডেরার কখনওই আমার থেকে ভাল প্লেয়ার নয়। আমি ২৩টি গ্র্যান্ডস্লাম জিতেছি। সেখানে ফেডেরার ২০টি গ্র্যান্ডস্লাম জিতেছে।'' ২০১৯ সালের একটি ম্যাচের প্রসঙ্গ টেনে এনেছেন তিয়াফোয়। তবে পুরোটাই যে মজার ছলে সেরেনা ফেডেরারের উদ্দেশে বলেছিলেন, তা জানান আমেরিকান টেনিস তারকা।
প্যারিস অলিম্পিক্সে নেই জেরেমি
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে তিনি সোনা জিতেছিলেন। তাঁকে নিয়ে হইচইও কম হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, একাধিক পুরস্কার। স্বীকৃতি। 'সাফল্যে ওর মাথা ঘুরে গিয়েছে। ও বাতিলের খাতায় চলে গিয়েছে। ওইরকম প্রতিভা নষ্ট হয়ে গেল,' বলছিলেন সর্বভারতীয় ভারোত্তোলন সংস্থার প্রধান সহদেব যাদব।
যাঁকে নিয়ে এত হই চই, তিনি ভারোত্তোলক জেরেমি লালরিননুঙ্গা (Jeremy Lalrinnunga)। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেননি। সেই অভিযোগে তাঁকে জাতীয় শিবির থেকে গত সপ্তাহে বার করে দেওয়া হয়। ট্রায়ালে অংশ না নেওয়ায় ৪ সেপ্টেম্বর থেকে রিয়াধে ভারোত্তোলনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঠানো হচ্ছে না জেরেমিকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেই ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে না পারার অর্থ, প্যারিস অলিম্পিক্সেও নামতে পারবেন না জেরেমি।
ভারোত্তোলনের বিশ্ব নিয়ামক সংস্থার বয়ান অনুযায়ী, অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে হলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতেই হবে।
এনআইএস পাতিয়ালায় ৩০ জুন বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ট্রায়াল আয়োজিত হয়েছিল। সেখানে জেরেমি অনুপস্থিত ছিলেন। জানা গিয়েছে, ট্রেনিংয়ের সময় মাস দেড়েক আগে চোট লেগেছিল জেরেমির। তাঁর স্লিপ ডিস্ক হয়েছিল। চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে কোনওরকম ওজন তুলতে নিষেধ করেন। সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেন। তবে জেরেমির মানসিকতা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে।