Mohammed Siraj : রেকর্ড ৭ উইকেট দখলের হাতছানির দোরগোড়াতে কেন থামালেন সিরাজকে ? ব্যাখ্যা দিলেন রোহিত
Rohit Sharma : অধিনায়ক রোহিত শর্মা তাঁর দায়িত্ব পালনের কারণ জানানোর পাশাপাশি ক্রিকেটার হিসেবে মহম্মদ সিরাজের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন।
কলম্বো : আগুনে পেস বোলিংয়ে কার্যত একাই ছারখার করে দিয়েছেন শ্রীলঙ্কার (Sri Lanka) ব্যাটিং অর্ডারকে। এশিয়া কাপের ফাইনালে (Asia Cup Final 2023) মহম্মদ সিরাজ বিধ্বংসী বোলিংয়ে গড়েছেন বিশ্বরেকর্ড। মাত্র ২১ রানের বিনিময়ে নিয়েছেন ৬ উইকেট। একদিনের ক্রিকেটে কোনও এক ম্যাচের বিচারে যা সর্বোচ্চ। কিন্তু সিরাজের সামনে সুযোগ ছিল অনন্য এক নজির গড়ার। ৭ ওভার বোলিংয়েই ৬ উইকেট নিয়ে ফেলেছিলেন তিনি।
ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথম ভারতীয় বোলার হিসেবে একটি ম্যাচে ৭ উইকেট নেওয়ার কীর্তি তৈরি করার মুখে দাঁড়িয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj )। কিন্তু সেই জায়গায় দলের প্রধান বোলিং অস্ত্রকে থামিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কেন তাঁকে থামিয়েছিলেন ভারতীয় অধিনায়ক ? প্রশ্নের মুখে বাধ্য হয়েই ম্যাচ স্ট্র্যাটেজির অঙ্গ প্রকাশ্যে এনেছেন রোহিত।
ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, ট্রেনারের কাছ থেমে বার্তা এসেছিল, 'এবার ওঁকে থামাতে হবে'। তাই বাধ্য হয়ে মহম্মদ সিরাজকে বোলিং আক্রমণ থেকে সরিয়ে নিয়েছিলেন বলেই জানালেন রোহিত। প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের একেবারে প্রথম ওভারে বোলিং শুরু করার পর টানা সাতটা ওভার বল করেছিলেন সিরাজ। যা নিয়ে রোহিতের বক্তব্য, 'টানা ৭ ওভার বল করেছিল ও। যেটা যথেষ্ট লম্বা স্পেল। খুব স্বাভাবিকভাবে টানা ভাল বল করার সুবাদে আরও ওভার বল করতে মুখিয়ে ছিল ও (সিরাজ)। সেখানেই আমার কাজ, খেয়াল রাখা যাতে দলের কেউ বাড়তি উৎসাহী হয়ে না পড়ে।'
চলতি বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই তিরুঅনন্তপুরমের ম্যাচের ঘটনা প্রসঙ্গও সামনে আনেন রোহিত। যেখানে পাঁচ উইকেট নেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সিরাজকে বাধ্য হয়ে থামাতে হয়েছিল তাঁকে। রোহিত বলেন, 'চলতি বছরের শুরুতে তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ৮-৯ ওভার বল করেছিল ও। পাঁচ উইকেট নেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়েছিল। তাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টানা ৭ ওভার বোলিং যথেষ্ট।'
অধিনায়ক রোহিত তাঁর দায়িত্ব পালনের কারণ জানানোর পাশাপাশি ক্রিকেটার হিসেবে সিরাজের প্রশংসা করে তাঁর সংযোজন, 'স্লিপে দাঁড়িয়ে ওঁর বোলিং দেখা ছিল দারুণ অভিজ্ঞতা। সিরাজের বল দুরন্ত সুইং করছিল। রোজ রোজ নায়ক হয়ে ওঠার এমন সুযোগ আসেন না। ওঁর বোলিংয়ের ভরে আমরা দুরন্তভাবে এগিয়েছি।'
Mohammed Siraj storms into this list with his special spell in the #AsiaCup2023 final 🌪
— ICC (@ICC) September 17, 2023
More ➡ https://t.co/QrE936ao4h#AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/1mHqXFnhnQ
আরও পড়ুন- সিরাজের বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী শ্রীলঙ্কা, ১৬ বলে পাঁচ উইকেট নিয়ে গড়লেন বিশ্বরেকর্ড
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial