Rohit on Kohli: দুজনের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা, খারাপ সময়ে কোহলির পাশে দাঁড়ালেন রোহিত?
Eden Gardens T20: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ছন্দ হাতড়ে বেড়িয়েছেন কোহলি। তিন ম্যাচে তাঁর রান যথাক্রমে ৮, ১৮ ও ০। তবে চাপের পরিস্থিতিতে তিনি পাশে পেয়ে গেলেন রোহিতকে!
কলকাতা: দুজনের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। দুজনের মধ্যে নাকি ঠাণ্ডা লড়াই। জল্পনা আরও বেড়ে যায় যখন, বিরাট কোহলিকে (Virat Kohli) সরিয়ে ওয়ান ডে দলের অধিনায়ক ঘোষণা করা হয় রোহিত শর্মাকে (Rohit Sharma)। টেস্ট দলেরও নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। প্রশ্ন উঠে যায়, রোহিত-বিরাট সম্পর্ক কি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত অধ্যায় হয়ে উঠবে?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ছন্দ হাতড়ে বেড়িয়েছেন কোহলি। তিন ম্যাচে তাঁর রান যথাক্রমে ৮, ১৮ ও ০। ইডেনে টি-টোয়েন্টি সিরিজে রানে ফেরা সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে কোহলির। তবে চাপের পরিস্থিতিতে তিনি পাশে পেয়ে গেলেন রোহিতকে!
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন করায় রোহিত বললেন, 'আপনারা চুপ থাকলে বিরাট ঠিক থাকবে। এত আলোচনা না হলে সব কিছু ঠিক হয়ে যাবে।' যোগ করেন, 'আমি যতটুকু দেখেছি ও মানসিকভাবে দুর্দান্ত জায়গায়। এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করছে। এতদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললে কী করে চাপ সামলাতে হয় সকলেই জেনে যায়। আপনারা আলোচনা থামালেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।'
দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা অবশ্য বরাবরই মাঠের বাইরে পাঠিয়েছেন দুই তারকা। এই প্রসঙ্গে সবসময়ই দুজনে একই সুরে বলেছেন যে, তাঁদের সম্পর্ক স্বাভাবিক। কোনও সমস্যা নেই। আপাতত ছন্দ হাতড়ে বেড়ানো কোহলির পাশে দাঁড়িয়ে যেন সেই বার্তাকেই আরও জোরাল করতে চাইলেন রোহিত।
ইডেনে ফের নামছেন রোহিত। এবং একটা ম্যাচ নয়, গোটা একটা সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হবে ইডেনে। পয়মন্ত মাঠে নামার আগে নিজের সামনে কী লক্ষ্য রাখছেন?
রোহিত এখন টিম ইন্ডিয়ার অধিনায়কও। একটা সময় দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হওয়ার অভিযোগ উঠত তাঁর বিরুদ্ধে। কিন্তু এ যেন রোহিতের ২.০ সংস্করণ। অধিনায়ক রোহিত এখন অনেক পরিণত। সংযত। মঙ্গলবার এবিপি লাইভের প্রশ্ন শুনে সতর্ক গলায় বললেন, 'ইডেন গার্ডেন্সে খেলতে আমি ভালবাসি। শুধু আমি কেন, গোটা ভারতীয় দলই ইডেনে খেলতে পছন্দ করে। এখানে আমাদের অনেক ভাল স্মৃতি রয়েছে।' পরক্ষণেই বললেন, 'তবে এই ফর্ম্যাটে, টি-টোয়েন্টি ক্রিকেটে এইসব ব্যাপার খুব একটা ছাপ ফেলতে পারে না। সব কিছু নির্ভর করে ওই নির্দিষ্ট দিনে কীরকম খেলছি তার ওপর। সেটা দেখেওছি। আমি বিশ্বাস করি নির্দিষ্ট দিনে ভাল খেলতে হবে। পরিবেশ, পরিস্থিতি, রেকর্ড যাই থাকুক না কেন, নির্দিষ্ট দিনে কেমন খেলছ, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ফর্ম্যাটে দু-একজন ম্যাচ নিয়ে চলে যেতে পারে।'